Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sisir Adhikari

Sisir Adhikari & TMC: শিশিরের সাংসদপদ খারিজের আবেদনে সাড়া দিয়ে সুদীপকে তলব স্পিকারের

কাঁথির তৃণমূল সাংসদ শিশির বিজেপি-তে যোগ দিয়েছেন। এই অভিযোগে তাঁর সাংসদ পদ খারিজের জন্য স্পিকারের কাছে গত বছর বিধানসভা ভোটের পরেই আর্জি জানিয়েছিলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ৷ সেই অভিযোগের ভিত্তিতেই সুদীপকে ডাকা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদনে সাড়া দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করলেন স্পিকারম ওম বিড়লা।

শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদনে সাড়া দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করলেন স্পিকারম ওম বিড়লা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৭:১১
Share: Save:

লোকসভার স্পিকারের কাছে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন করেছিল তৃণমূল। তারই ভিত্তিতে এ বার তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করলেন স্পিকার ওম বিড়লা। আগামী ২৬ এপ্রিল বেলা সাড়ে ১২টা নাগাদ সুদীপকে সাক্ষ্য দেওয়ার জন্য সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে ডেকে পাঠিয়েছেন তিনি।

কাঁথির তৃণমূল সাংসদ শিশির বিজেপি-তে যোগ দিয়েছেন। এই অভিযোগে তাঁর সাংসদ পদ খারিজের জন্য স্পিকারের কাছে গত বছর বিধানসভা ভোটের পরেই আর্জি জানিয়েছিলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ৷ সেই অভিযোগের ভিত্তিতেই সুদীপকে ডাকা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

বর্তমানে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদনের বিষয়টি লোকসভার প্রিভিলেজ এবং এথিক্স কমিটিতে বিবেচনাধীন রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার লোকসভার স্পিকারের কাছে তদ্বিরও করেছে তৃণমূল সংসদীয় দল।বিধানসভা ভোটের সময় ২০২১ সালের ১ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার এগরায় প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভাতে হাজির হয়ে ভাষণ দিয়েছিলেন শিশির। সেই বক্তৃতায় বিজেপি প্রার্থীদের জয়ী করার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। পরে ভোটে তৃণমূল জয়ী হলে রাজ্য রাজনীতি থেকে প্রায় অন্তরালে চলে যান শিশির।

এরপর পরই শিশিরের সঙ্গে বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন জানান সুদীপ। ২০২০ সালের ১৯ ডিসেম্বর অমিত শাহের সভায় বিজেপি-তে যোগদান করেছিলেন সুনীল। কিন্তু বিধানসভা ভোটের ফল ঘোষণার পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন তিনি। তাই এখন শুধুশিশিরের সাংসদ পদ খারিজের বিষয়ে উদ্যোগী হয়েছে তৃণমূল। প্রসঙ্গত, শিশিরের পুত্র শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। আরও এক পুত্র দিব্যেন্দু অধিকারী তৃণমূলের কাঁথির সাংসদ। এ বিষয়ে জানতে শিশিরের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE