Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Suvendu Adhikari

Suvendu Adhikari: ক্ষমতা থাকলে আমাকে ছুঁয়ে দেখান! মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু

শুভেন্দু বলেন, ‘‘২০১৯ সালে কালীঘাটে আপনার নিজের বুথ মিত্র ইন্সস্টিটিউশনে, ৪৮৫ ভোটে বিজেপি-র কাছে হেরেছেন। ভোটের সময় আমার হোম টাউনে গিয়েছিলেন, সেখানেও হেরেছেন। আগামী দিনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে তখন আপনি আপনার বুথে হারবেন, ওয়ার্ডে হারবেন, নন্দীগ্রামে যেমন হেরেছেন সে ভাবে আপনি হারবেন।’’

ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৫:৫৩
Share: Save:

মুখ্যমন্ত্রীর উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। বুধবার বিধানসভা থেকে বেরিয়ে ক্ষমতাসীন সরকারের প্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান!’’ বুধবার বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের প্রস্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ সহায়তায় বিধানসভার অধিবেশন ভণ্ডুল করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। শুভেন্দু বলেন, ‘‘কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তাই দরকার।’’

বুধবার বিধানসভায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। আপনি আমার বিরুদ্ধে বহু মামলা করেছেন। আমি হাই কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান।’’

বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুর দিন মুখ্যমন্ত্রী বিজেপি-র রাজ্যের নেতাদের কটাক্ষ করে বলেছিলেন, ‘‘নিজের ওয়ার্ডে জেতার ক্ষমতা নেই!’’ বুধবার তার পাল্টা হিসেবে শুভেন্দু বললেন, ‘‘২০১৯ সালে কালীঘাটে আপনার নিজের বুথ মিত্র ইন্সস্টিটিউশনে, ৪৮৫ ভোটে বিজেপি-র কাছে হেরেছেন। ভোটের সময় আমার হোম টাউনে গিয়েছিলেন প্রচার করতে, সেখানেও হেরেছেন। আগামী দিনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে তখন আপনি আপনার বুথে হারবেন, ওয়ার্ডে হারবেন, নন্দীগ্রামে যেমন হেরেছেন সে ভাবেই আপনি হারবেন।’’

বুধবার পুলিশ বাজেট পেশ করেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। রাজ্যের পুলিশকে দলদাস হিসেবে অভিহিত করে শুভেন্দু বলেন, ‘‘বাংলায় শাসকের আইন চলছে।’’ শুভেন্দুর অভিযোগ, দলবিরোধী তিন-চার জনকে শিখিয়ে নিয়ে এসে বিজেপি বেঞ্চ থেকে পরিকল্পিত ভাবে গোলমাল করানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের কয়েকজন ও দিকে চলে গিয়েছে। তাঁদের সম্পর্কে যদি বলতে শুরু করি… আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে এত মামলা দিয়েছেন। আমি হাই কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছি। আপনার ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান।’’ বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই সব মন্তব্য করছেন। শুভেন্দু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর মিথ্যাচার ও হাউসকে অচল করার চেষ্টার প্রতিবাদ করে, দলদাস পুলিশ বাজেটের বিরোধিতা করে ওয়াকআউট করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE