বঙ্গোপসাগরের উপরে আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শেষে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে উৎসবের মরসুমে তার প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সোম থেকে বুধবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ কখনও মেঘলা, কখনও আংশিক মেঘলা থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর শনিবার বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই আগামী ২১ অক্টোবর, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপ অঞ্চল সাগরের উপর দিয়ে ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। পরের ৪৮ ঘণ্টায় তা দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের উপরে নিম্নচাপে পরিণত হতে পারে।
তবে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটার মরসুমে ‘ভিলেন’ হবে না বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের চার জেলা— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার দু’-এক জায়গাতেই তা হবে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে। সোমবার কালীপুজোর দিন দক্ষিণের সব জেলাই থাকবে খটখটে। সে দিনও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জায়গায় আকাশ থাকবে ঝলমলে। ওই দিনও বৃষ্টির পূর্বাভাস নেই। বুধ এবং বৃহস্পতিবার, ভাইফোঁটার দিনও দক্ষিণের ওই জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে ঝলমলে পরিষ্কার। সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকতে পারে।