Advertisement
০২ জুন ২০২৪

দলকে স্বচ্ছ করার ডাক দিলেন মমতা

ভোটে বিপুল সাফল্যের পর সংগঠনের সর্বস্তরকে সংহত করতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মশালা! শুরু হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ১৯:১৭
Share: Save:

ভোটে বিপুল সাফল্যের পর সংগঠনের সর্বস্তরকে সংহত করতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মশালা! শুরু হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

• ‘দিল্লির মসনদেও তৃণমূল আসবে।’

• ‘মানুষের সঙ্গে চললে আগামী ৫০ বছরেও তৃণমূল হারবে না।’

• ‘ছাত্র-যুবদের উত্সাহ দিতে হবে।’

• ‘মহিলাদের আরও কাজে যুক্ত করতে হবে।’

• ‘তৃণমূলের একটাই শ্রমিক ইউনিয়ন থাকবে। ভাগ করা চলবে না।’

• ‘দলের অন্তর্দ্বন্দে সংগঠন জোরদার হয়নি। তাই দল কোথাও কোথাও হেরেছে।’

• ‘বিশ্বভারতীতে কোনও গণ্ডগোল চাই না। ঠান্ডা মাথায় কাজ করতে হবে।’ অনুব্রতকে নির্দেশ মমতার।

• ‘২১ জুলাই আসছে। শহিদ দিবস পালন করুন শান্তিপূর্ণ ভাবে।’

• জনপ্রতিনিধি হওয়ার পর ফোন বন্ধ করে রাখেন অনেকে। ফোন বন্ধ করুন রাত ১১টার পর।’

• ‘গাড়ি করে না ঘুরে মানুষের সঙ্গে হাঁটুন, তাঁদের পাশে থাকুন।’

• ‘দলের সঙ্গে যাঁরা ছিল দল তাঁদের দেখবে। যাঁরা বিশ্বাসঘাতকতা করেছে তাঁদেরও ব্যবস্থা নেওয়া হবে।’

• ‘দলের থেকে বড় কেউ নয়।’

• ‘সারা বাংলায় দশটা ছোটখাটো ঝামেলা হয়েছে। সব সমস্যা মিটা যাবে।’

• জেলায় জেলায় অবজার্ভার যাঁরা হলেন তাঁদের মধ্যে রয়েছেন— পার্থ চট্টোপাধ্যায় (নদিয়া), অরূপ বিশ্বাস (দার্জিলিং), ফিরহাদ হাকিম (হাওড়া-হুগলি)

• ছাত্র সভাপতি হলে কলেজের ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে হবে।’

• ‘যে সব ছেলেমেয়েরা ভোটের সময় জীবন দিয়ে কাজ করেন, তাঁদের নামের তালিকা রাখুন। মাসে একবার করে কথা বলুন।’

• জেলাগুলিতে প্রতি মাসের শেষ শনিবার কর্মীদের সভা করার নির্দেশ দিলেন মমতা।

• প্রত্যেক মাসের প্রথম শনিবার সভা করার কথা ঘোষণা করলেন মমতা।

• ‘১৫ দিনের মধ্যে নতুন জেলা কমিটি করে সুব্রত বক্সির রাছে তালিক জমা দিন।’

• ‘আসল চোর ঠান্ডা ঘরে বসে আছে।’

• ‘ছবি তুলে মার্কেটিং হচ্ছে।’

• ‘স্টিং অপারেশনের নামে ব্ল্যাকমেলিং চলছে।’

• ‘বুদ্ধি খরচ করে আমাদের অনেক কাজ করতে হবে।’

• ‘মামলার জেরে অনেক কাজ থমকে রয়েছে।’

• ‘অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে জিনিসপত্রের দাম কম।’

• ‘এক কোটি ৩০ লক্ষ রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র।’

• প্রতি দিন ডিজেলের দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি। কী করছে কেন্দ্র সরকার?’

• এলাকায় ঘুরুন, চোখ-কান খোলা রাখুন। প্রতিনিধিদের বার্তা মমতার।

• ‘পঞ্চায়েত ভোটে ক’টা ছাপ্পা মেরেছিলেন?’

• ‘চুপ করে বসে থাকুন। মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে।’

• ‘তৃণমূলের থেকে শিক্ষা নেওয়া উচিত।’

• ‘বিধানসভা অধিবেশনের প্রথন দিনেই দক্ষযজ্ঞ করতে এসেছে বামেরা।’

• ‘যা করার আমরা করেছি। খাবার থেকে ওষুধ সব আমরাই ব্যবস্থা করেছি।’

• ‘বিজেপির একটাই সিবিআই দিয়ে ভয় দেখানো।’

• ‘রাজনীতি মানে ঝান্ডা ধরে স্লোগান নয়। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই হল রাজনীতি।’

• ‘অপপ্রচার হলে পাল্টা প্রচারের ব্যবস্থা করতে হবে।’

• ‘পঞ্চায়েত নির্বাচন আসছে। জয়ের ধারা বজায় রাখতে হবে।’

• ‘কংগ্রেস কখনও সিপিএমের সঙ্গে সমঝোতা করছে, কখনও বিজেপির সঙ্গে, আবার কখনও নিজের ছায়ার সঙ্গে সমঝোতা করছে।’

• ‘মানুষের জন্য কাজ করার যোগ্যতা নেই, তাই তাদের প্রত্যাখ্যান করেছে মানুষ। কড়া ভাষায় আক্রমণ বামেদের।’

• মঞ্চ থেকে রাজনৈতিক ভাবে মোকাবিলার বার্তা কর্মীদের।

• ‘এখনও ঔদ্ধত্যের সঙ্গে কথা বলে চলেছে বিরোধীরা।’

• মমতা বলেন, সরকার গঠনের এক মাস অতিক্রান্ত। মা-মাটি-মানুষের রায়ে আমরা আপ্লুত।

• মঞ্চে উঠে উপস্থিত সকল নেতা-কর্মীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

• তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মঞ্চে রয়েছেন সুব্রত বক্সী, মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য।

• কর্মশালায় রয়েছেন দলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা।

• আসতে শুরু করেছেন নানান স্তরের নেতা, কর্মীরা।

• শুরু হল তৃণমূলের কর্মশালা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Bandyopadhyay Party workers' meet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE