Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

Mamata Banerjee: ববি বলছিল, আমার পাড়ায় ঘুরছে, আমার বাড়ি সকলে চেনে, আয় না! চ্যালেঞ্জ মমতার

মমতার প্রশ্ন, ‘‘২১ তারিখে বড় মিছিল করার পরে ২২ তারিখে কোনও ঘটনা ঘটলে নিশ্চয়ই আপনি পদক্ষেপ করবেন। কিন্তু মধ্যরাত্রে কেন? ভোর ৫টায় কেন?’’

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হিন্দমোটর শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৫:৩৩
Share: Save:

তাঁর বাড়ির খোঁজে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে। এমনটাই তাঁকে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হিন্দমোটরে এক কর্মসূচিতে মমতা বলেন, ‘‘ববি বলছিল, সকাল থেকে আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর সকলকে জিজ্ঞাসা করছে, আমার বাড়ি কোনটা! আরে আমার বাড়ি তো সকলে চেনে। আয় না!’’

মমতা ঠিক কাকে লক্ষ্য করে ওই কথা বলেছেন, তা স্পষ্ট নয়। ওই বিষয়ে তিনি আর কোনও কথা তাঁর ভাষণে বলেননি। তবে তৃণমূলের একটি অংশের দাবি, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী ইডি বা ওই ধরনের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (মমতার ভাষায় ‘এজেন্সি’) কথা বলতে চেয়েছেন। মমতার কথা থেকে এটা স্পষ্ট যে, তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, তাঁর পাড়ায় সকাল থেকে লোক ঘুরছে। ‘আগন্তুকেরা’ তাঁর বাড়ির খোঁজও করছে বলে অভিযোগ মমতার।

এসএসসি দুর্নীতি-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা নিয়ে বুধবার আবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা। বুধবার হিন্দমোটরে টিটাগড় ওয়াগনস লিমিটেডের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে কড়া ভাষায় বিঁধেছেন তিনি। প্রশ্ন তুলেছেন পার্থকে ইডির গ্রেফতারের সময় এবং প্রক্রিয়া নিয়েও।

বুধবার দুপুরে মমতা হিন্দমোটরে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘‘২১ তারিখে বড় মিছিল করার পরে ২২ তারিখে কোনও ঘটনা ঘটলে নিশ্চয়ই আপনি পদক্ষেপ করবেন। কিন্তু মধ্যরাত্রে কেন? ভোর ৫টায় কেন? এতগুলো সব এক দিনে পেয়ে গেলেন?’’ এর পর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় চাল, মুড়ি-সহ প্যাকেটজাত বিভিন্ন খাদ্যপণ্যে জিএসটি বসানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এরই পাশাপাশি পার্থর গ্রেফতারি নিয়ে মমতা তাঁর ব্যাখ্যাও দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কখনও কারও না কারও কিছু না কিছু ভুলভ্রান্তি হতেই পারে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন, ‘রাইট টু মেক ব্লান্ডার।’ ভুল কি কারও হয় না?’’ এরই পাশাপাশি মমতা বলেন, ‘‘যদি কেউ ভুল করেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ভুল করলে তা আইনত প্রমাণ হলে নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তাঁর শাস্তি হবে।’’

এর পরেই মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘কিন্তু এখন বিচারকরা বিচার করার আগেই সংবাদমাধ্যমই আপনাকে চোর বানিয়ে দিচ্ছে! তাদের মধ্যেও যে কত বড় বড় চোর আছে, সেটা কিন্তু তারা দেখতে পায় না। তারা কিন্তু নানা রকম দালালি করে খায়। আমি সকলের কথা বলছি না। কিন্তু এরা সকলকে চোর বানায়। ওরা চায়, বাংলায় কিছু হবে না। শুধু বদনাম করো। আমি এ সব পরিকল্পনা জানি।’’ প্রসঙ্গত, গত সোমবার বঙ্গসম্মানের মঞ্চ থেকে পার্থর গ্রেফতারি নিয়ে প্রথম প্রকাশ্যে তাঁর মতামত দেন মমতা। সেদিনও তিনি বলেছিলেন, আদালতে কেউ দোষী প্রমাণিত হলে তার শাস্তি হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘মিনিস্টার হোক বা এমএলএ বা এমপি— তৃণমূল কাউকে ছেড়ে কথা বলে না! যে দোষী, সে শাস্তি পাক। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড।’’ কিন্তু তারই পাশাপাশি তিনি পার্থকে গ্রেফতারের দিন নিয়েও প্রশ্ন তুলেছিলেন। ঘটনাচক্রে, বুধবারেও তিনি নাম না করে বলেছেন পার্থ আইনত দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেন। কিন্তু পাশাপাশিই মন্ত্রীর গ্রেফতারির দিনক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন। এবং একই সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদকে উদ্ধৃত করে জানিয়েছেন, কেউ বা কারা তাঁর পাড়ায় সকাল থেকে ঘুরছে। তাঁর বাড়ির খোঁজ করছে। যা যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই শাসক শিবিরের লোকজন মনে করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE