E-Paper

রাজ্যসভার পুরনো বিধিতে সরব মমতা

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যসভার সচিবালয়ের বুলেটিনে বলা হয়েছে, ‘বন্দেমাতরম’, ‘জয় হিন্দ’ বা ‘থ্যাঙ্ক ইউ’ জাতীয় স্লোগান দেওয়া যাবে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ০৬:১২
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

রাজ্যসভায় ‘বন্দেমাতরম’ বা ‘জয় হিন্দ’ স্লোগান দেওয়া যাবে না কেন, সেই প্রশ্ন তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দেশের স্বাধীনতার মন্ত্র এখন সংসদের ভিতরে নিষেধ করা হচ্ছে! যদিও রাজ্যসভার সচিবালয় সূত্রে মনে করিয়ে দেওয়া হচ্ছে, সংসদের উচ্চ কক্ষের সদস্যদের জন্য রুল বুকে যে আচরণবিধি আছে, প্রতি বার অধিবেশন শুরু আগে বুলেটিন জারি করে তা-ই জানিয়ে দেওয়া হয়। এ বারও সেটাই করা হয়েছে।

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যসভার সচিবালয়ের বুলেটিনে বলা হয়েছে, ‘বন্দেমাতরম’, ‘জয় হিন্দ’ বা ‘থ্যাঙ্ক ইউ’ জাতীয় স্লোগান দেওয়া যাবে না। এই সংক্রান্ত প্রশ্নে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, ‘‘দেশের কী অবস্থা ভাবুন! কেন বলা যাবে না? ‘বন্দেমাতরম’ আমাদের স্বাধীনতার স্লোগান, আমাদের জাতীয় গীত। ‘জয় হিন্দ’ ছিল স্বাধীনতার লড়াইয়ে সুভাষ চন্দ্র বসুর স্লোগান। যারা এ সবের বিরোধিতা করবে, তারা চূর্ণ হয়ে যাবে!’’ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও ডাক দিয়েছেন, ‘‘প্রত্যেকে প্রত্যেককে দেখা হলে বা ফোনালাপ হলে জয় হিন্দ, বন্দেমাতরম বলে সম্বোধন করুন!’’

রাজ্যসভার রুল বুকে ওই আচরণবিধি অবশ্য অনেক বছর ধরেই আছে। সেই প্রসঙ্গ তুলে বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী ‘মিথ্যা খবর’ প্রচার করছেন! এই ধরনের রাজ্যসভার বুলেটিন বহু বছর ধরেই জারি হয়ে আসছে। এমনকি, ২০০৫ সালেও একই ধরনের একটি বুলেটিন ছিল ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরমে’র বিষয়ে। তখন তো ইউপিএ সরকার ছিল। উনি ২০১০-এ যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তখনও একই বুলেটিন দেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়টি নতুন নয়, বরং প্রতিষ্ঠিত নিয়ম।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Parliament Rajya Sabha Vande Mataram Jai Hind

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy