আগামী মে মাসের শেষে লোকসভা ভোটের ফল ঘোষণার দিনই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্য সরকার পড়ে যাওয়ার সম্পর্ক কী, শাহ অবশ্য তার ব্যাখ্যা দেননি। আর তৃণমূলের কটাক্ষ, ‘‘শাহ দিবাস্বপ্ন দেখছেন। তাঁর কথার যুক্তি নেই।’’
পাশাপাশি তৃণমূল প্রশ্ন তুলেছে, ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের কাজ। অমিত শাহ ভোটের ফল ঘোষণার দিন আগাম জানিয়ে দিচ্ছেন কেমন করে? এ নিয়ে নির্বাচন কমিশনেও দরবার করার কথা ভাবছেন তাঁরা।
পূর্ব মেদনীপুরের কাঁথিতে মঙ্গলবার জনসভায় শাহ বলেন, ‘‘মে মাসের শেষে লোকসভা ভোটের গণনা হবে। বেলা দু’টোর মধ্যে মমতাদিদির সরকার পড়ে যাবে এ রাজ্যে।’’ কিন্তু লোকসভা ভোটের ফলে রাজ্য সরকার কী ভাবে বদলে যাবে, তা শাহের বক্তৃতায় পাওয়া যায়নি। তৃণমূল নেতা এবং রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘‘উনি এবং দিল্লির বিজেপি নেতারা দিবা স্বপ্ন দেখছেন। লোকসভা ভোটে ওরা ১০০-র গণ্ডিও পেরবে না। এ রাজ্যে ভোট তো ’২১ সালে। কোন জাদুমন্ত্রে উনি ২০১৯ সালেই এখানকার সরকারের পতন হবে বলছেন জানি না।’’