শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তাঁকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে চিঠি বা ফোনে তাঁকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি।
শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘‘কে ডাকল? কখন ডাকল?’’ এরপর তাঁর মন্তব্য, ‘‘আমি কোনও আমন্ত্রণ পাইনি। না পেয়েছি চিঠি, না পেয়েছি ফোন।’’
বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের আরও প্রসঙ্গ এসেছে মুখ্যমন্ত্রীর মন্তব্যে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি অসম্মান করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘অমর্ত্যবাবুর অমর্যাদা আমরা হতে দেব না।’’ পাশাপাশি, বিশ্বভারতীয় শিক্ষার পরিবেশ বজায় রাখার কথা এবং পৌষমেলা বন্ধের প্রসঙ্গও এসেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘শান্তি থাকবে, পড়াশোনার পরিবেশ থাকবে, পৌষমেলাও থাকবে।’’ প্রশ্ন তুলেছেন, ‘‘পৌষমেলা কেন বন্ধ হল?’’