Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

বিধায়কহীন নন্দীগ্রামের তেখালি মাঠে ৭ জানুয়ারি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা

যে তেখালিতে জনসভা করবেন মমতা, সেখানেই গত ১০ নভেম্বর সভা করেছিলেন শুভেন্দু।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নন্দীগ্রাম শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ২২:১৮
Share: Save:

নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এ বার সেই নন্দীগ্রামেই সবা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর সেরেই তিনি হাজির হবেন নন্দীগ্রামে। বুধবার তেমনই ইঙ্গিত মিলেছে তৃণমূল সূত্রে। আগামী ৭ জানুয়ারী নন্দীগ্রামের তেখালিতে দলীয় জনসভায় যোগ দেবেন মমতা।

যে তেখালিতে জনসভা করবেন মমতা, সেখানেই গত ১০ নভেম্বর সভা করেছিলেন শুভেন্দু। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু দাবি করেছিলেন, তিনিই নন্দীগ্রাম আন্দোলনের একমাত্র কান্ডারি। সে দিন তাঁর সভায় হাজির ছিলেন তমলুকের সাংসদ তথা শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী-সহ নন্দীগ্রাম জমি আন্দোলনের প্রথম সারির নেতা আবু তাহের, পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতিরা।

এ বার সেই তেখালিতেই সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম জমি আন্দোলনের নেতা তৃণমূলের শেখ সুপিয়ান এ প্রসঙ্গে বলেন, ‘‘দলনেত্রী আগেই নন্দীগ্রামে আসার জন্য সবুজ সঙ্কেত দিয়েছিলেন। এ বার তাঁর সফরের দিন ঘোষণা হয়ে গেল।’’ সুপিয়ান জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি বেলা ১টায় তেখালির মাঠে সভা করবেন মমতা। কলকাতা থেকে হেলিকপ্টারে করে সভাস্থলে পৌঁছবেন তিনি।

আরও পড়ুন: কাঁথি কারও জমিদারি নয়, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে হুঙ্কার সৌগত-ফিরহাদের

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই সভায় আমন্ত্রিত থাকবেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের সমস্ত নেতানেত্রী। সভায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলেই আশাবাদী সুপিয়ান। তিনি জানান, মানুষের ভিড় সামাল দেওয়ার জন্যই মমতার সভা খোলা মাঠে করা হবে। তবে তাঁর সফরের বিষয়ে এখনও কোনও সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। নির্দেশ এলেই সভার মঞ্চ গড়ার কাজ দ্রুত শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বুধবার দুর্গে হানা, বৃহস্পতিবার গড়রক্ষায় কাঁথিতে নামছেন শুভেন্দু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Nandigram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE