বিধানসভা ভোটের বছরখানেক আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে ভবানীপুরে বিজেপি জেতার মতো জায়গায় আছে বলে বার বার দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও এক ধাপ এগিয়ে কার্যত চ্যালেঞ্জের সুরে গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে যা ব্যবধান ছিল, তার থেকে বেশি ভোটে এ বার ভবানীপুরে মমতাকে হারাবেন বলে দাবি করলেন শুভেন্দু। পাশাপাশি, সম্প্রতি অতিবৃষ্টিতে কলকাতায় মৃত্যু-মিছিলের জন্য মেয়র ফিরহাদ হাকিমকে দায়ী করে তাঁকে গ্রেফতারের দাবিও তুলেছেন বিরোধী দলনেতা। তৃণমূল কংগ্রেস অবশ্য বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে ছাড়েনি।
রাজ্য সরকারের পুজো কার্নিভালের দিনেই কলকাতায় জল-বিপর্যয়কে সামনে রেখে প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল বিজেপি প্রভাবিত একটি সংগঠন। পুলিশ তাতে অনুমতি দেয়নি। শেষমেশ কলকাতা হাই কোর্টের শর্তসাপেক্ষ অনুমতির পরে রবিবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত মিছিল করেছে সংগঠনটি। সেখানে শুভেন্দু ছাড়াও ছিলেন দলের নেতা তাপস রায়, অর্জুন সিংহ, তমোঘ্ন ঘোষ, কৌস্তভ বাগচী প্রমুখ। মিছিল শেষে মঞ্চ শুভেন্দুর দাবি, “নন্দীগ্রামে (মমতাকে) হারিয়েছি। আমার নাম করে লিখে রাখুন, আরও বড় ব্যবধানে ভবানীপুরে হারাব!” তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, ‘‘ফাঁকা কলসির আওয়াজ বেশি। আগের বার নির্বাচন কমিশনকে ব্যবহার করে ফলাফল উল্টে দিয়েছিল। শুভেন্দু ভবানীপুরে দাঁড়ালে জামানত জব্দ হবে!’’ পাশাপাশি, কলকাতায় সাম্প্রতিক বিপর্যয়ের জন্য মেয়র ফিরহাদ ও নগরপাল মনোজ বর্মাকে ফের নিশানা করেছেন শুভেন্দু। তাঁর দাবি, “মেয়রকে গ্রেফতার করতে হবে। ওঁর দায়িত্ব ছিল নিকাশি পরিকাঠামো ঠিক রাখা। এই মৃত্যুর দায় ওঁর।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)