গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে এক মহিলার দেহ। পাশেই রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন এক ব্যক্তি। শুক্রবার বিকেলে বারুইপুরের শঙ্করপুর ২ পঞ্চায়েতের কেশবপুর এলাকায় এক নির্জন বাঁশবাগানে এই দৃশ্য দেখে চমকেগিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর জখম ওই ব্যক্তির চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রের খবর, মৃত মহিলার নাম সাগিরা বিবি (২৯)। জখম ব্যক্তি তাঁর প্রাক্তন স্বামী আসলাম মণ্ডল। সাগিরাকে খুন করে আসলাম আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে মনে করছেন পুলিশ এবং স্থানীয়েরা। আসলামের বাড়ি শঙ্করপুর ১ পঞ্চায়েতের দাদপুর এলাকায়। বাসিন্দারা জানান, মন্দিরবাজার থানা এলাকার বাসিন্দা সাগিরার সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল আসলামের। তার আগেও আসলামের একাধিক বিয়ে ছিল বলে স্থানীয় সূত্রের খবর। বিয়ের পর থেকে অশান্তি শুরু হয় সাগিরা ও আসলামের। বছর তিনেক আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাবা-মায়ের কাছে থাকতে শুরু করেন সাগিরা। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
জানা গিয়েছে, এ দিন আবার সাগিরাকে ফোন করে এলাকায় ডাকেন আসলাম। তাঁকে নিয়ে পাশেই কেশবপুর এলাকায় ওই নির্জন বাঁশবাগানে যান তিনি। সেখানেই সাগিরার গলা কেটে খুন করে নিজের গলাও কাটার চেষ্টা করেন। কেন এত দিন পরে প্রাক্তন স্ত্রীকে ডেকে এনে খুন করলেন আসলাম, কেনই বা আত্মহত্যার চেষ্টা করলেন, সে নিয়ে ধন্দে পুলিশ। তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে তদন্তকারীরা মনে করছেন। কী কারণে তাঁদের মধ্যে এই পরিস্থিতি তৈরি হল, দেখছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)