Advertisement
১১ মে ২০২৪
Malda

হাতের মুঠোয় মালদহের আম, এক ক্লিকেই আপনার দুয়ারে হিমসাগর, লক্ষণভোগ, ন্যাংড়া

একটি অনলাইন অ্যাপ তৈরি হয়েছে। সেই অ্যাপে আপনার পছন্দ মতো জাতের আম পরিমাণ সহ জানালেই বুকিং হয়ে যাবে।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ০০:৫৮
Share: Save:

এ বার হাতের মুঠোয় মালদহের আম। সরকারি উদ্যোগেই চালু হয়েছে এই ব্যবস্থা । এক ক্লিকে আপনার ঘরের দুয়ারে পৌঁছে যাবে মালদহের বিখ্যাত হিমসাগর, লক্ষণভোগ, ন্যাংড়া, ফজলী। প্রাথমিক ভাবে মালদহে এই ব্যবস্থা শুরু হলেও আগামী দিনে রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্তে চালু হবে এই পরিসেবা। কেন্দ্রের উদ্যানপালন মন্ত্রকের আম গবেষনা দফতর ও রাজ্য সরকারের সুফল বাংলার যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে।

মূলত মহিলারাই এই প্রকল্পের কাজ করছে। কেন্দ্রীয় গবেষনা কেন্দ্রের মালদহে শাখায় কর্মরত গবেষক অন্তরা দাস জানান, ‘‘মহিলাদের দু’টি স্বনির্ভর গোষ্ঠী এই কাজ করছে। বাজারদরেই আম বেচা হবে অনলাইনে।’’

একটি অনলাইন অ্যাপ তৈরি হয়েছে। সেই অ্যাপে আপনার পছন্দ মতো জাতের আম পরিমাণ সহ জানালেই বুকিং হয়ে যাবে। নিদিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে তা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এজিনা সোরেন, এলিজাফেত-রা জানান, ‘‘এক সময় কাজ ছিল না। সংসারে অভাব ছিল। এখন কাজ শিখেছি। আম চাষ শিখেছি। গাছের পরিচর্চা করতে শিখেছি। শিখেছি স্বপ্ন দেখতে। এখন গাছে আম উৎপাদন হচ্ছে। আর সেই আম বিক্রি হচ্ছে। হাতে টাকা আসছে। সংসারের সমস্যাও মিটছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE