যৌথ বাহিনীর টানা অভিযানে সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক বাসবরাজ এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বিবেক-সহ বেশ কয়েক জন নিহত হয়েছেন। তাঁদের স্মরণে এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’র প্রতিবাদে সভা, বৈঠক, মিছিল-সহ টানা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে দল। এরই অংশ হিসেবে আগামী ৩ অগস্ট বাংলা-সহ পাঁচ রাজ্যে বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা। দলের পূর্বাঞ্চলীয় শাখার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই দিন বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়ের উত্তরাংশ, পশ্চিমবঙ্গ এবং অসমে বন্ধের ডাক দেওয়া হয়েছে। মাওবাদী দমনে বর্তমানে ‘অপারেশন কাগার’ চালাচ্ছে যৌথ বাহিনী। তার প্রেক্ষিতেই বিবৃতিতে কেন্দ্রকে নিশানা করে মাওবাদীদের অভিযোগ, ‘হত্যাকাণ্ডের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বাহিনীর কাজকে গর্বের বিষয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে ‘ঐতিহাসিক জয়’ বলেছিলেন। এই বিবৃতির মাধ্যমে তাঁরা আসলে নিজেদের খুনে চরিত্রকে নির্লজ্জ ভাবে আবার সামনে এনেছেন।’ প্রসঙ্গত, আগামী বছর ৩১ মার্চের মধ্যে দেশকে ‘মাওবাদী মুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)