ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় দলিত এবং সংখ্যালঘু সমাজের একাংশ বিপন্ন। তাঁদের মধ্যে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় দলিত ও সংখ্যালঘু সমাজের কিছু প্রতিনিধি সোমবার কলকাতায় দেখা করলেন কংগ্রেসের সর্বভারতীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য এবং এ রাজ্যে দলের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর তাঁদের বলেছেন, ওই প্রতিনিধিদের দাবি-দাওয়ার সঙ্গে এআইসসি নেতৃত্বও একমত। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে তাঁদের সাক্ষাতের ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দিয়েছেন মীর। আলোচনায় মীর ছাড়াও ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী এবং উত্তর ২৪ পরগনা জেলা (গ্রামীণ) কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টপাধ্যায় ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন সুকৃতি রঞ্জন বিশ্বাস, মহম্মদ কামারুজ্জামান, মহম্মদ আলমগির সর্দার, আমিনুল আম্বিয়া, খলিল মল্লিক, শেখ হাসিবুল ইসলাম প্রমুখ। এসআইআর-এ শুনানির নামে মানুষের হয়রানির প্রতিবাদে আজ, মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতরে বিক্ষোভেরও ডাক দিয়েছে কংগ্রেস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)