Advertisement
২৬ এপ্রিল ২০২৪
East Burdwan

২১ সেকেন্ডে ২৮টি ধ্রুপদী নাচের মুদ্রা, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে ঠাঁই দাঁইহাটের ন’বছরের মেঘার

মেঘার মা চম্পাদেবী বলেন, ‘‘আমার মেয়ের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে শংসাপত্রের সঙ্গে পুরস্কার পাঠিয়েছে। আমি মা হিসাবে গর্ববোধ করছি।’’

ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল পূর্ব বর্ধমানের মেঘা।

ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল পূর্ব বর্ধমানের মেঘা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পূর্ব বর্ধমান শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ২০:১০
Share: Save:

মাত্র ন’বছর বয়সেই বড় সাফল্য। ভারতনাট্যমে কৃতিত্ব দেখিয়ে এবার ‘ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ জায়গা করে নিল পূর্ব বর্ধমানের দাঁইহাটের মেঘা সরকার। প্রতিযোগিতায় মেঘা ২৮টি ভিন্ন মুদ্রা উপস্থাপিত করেছে মাত্র ২১ সেকেন্ডে। আর তাতেই বাজিমাত!

দাঁইহাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের চর পাতাইহাটের বাসিন্দা পেশায় প্রাথমিক শিক্ষিকা চম্পা সরকার মণ্ডলের একমাত্র মেয়ে মেঘা। তৃতীয় শ্রেণির মেঘার ছোট থেকেই নাচের প্রতি আগ্রহ। মেঘার বাবা জানান, ‘‘ছোট থেকেই এলাকার বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় অংশ নিত। সেই সব অনুষ্ঠানে মেয়ে পুরস্কারও পেয়েছে।’’

মাত্র তিন বছর থেকেই মেঘা কত্থক, ভারতনাট্যম ইত্যাদি ধ্রুপদী নৃত্যে পারদর্শী হয়ে ওঠে। এলাকার এক নৃত্যশিল্পীর কাছে নিয়মিত তালিম নেয়। মেঘার মা চম্পাদেবী বলেন, ‘‘নৃত্য চর্চায় কোনওদিন অবহেলা করেনি মেয়ে। করোনাকালে অনলাইন মাধ্যমেও নাচের তালিম চালিয়ে গিয়েছে।’’

জানা গিয়েছে, গত চার মাস ধরে অনলাইনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর প্রতিযোগিতা চলছিল। সেই অনুষ্ঠানে অংশ নিয়ে মেঘা মাত্র ২১ সেকেন্ডের মধ্যে ভরতনাট্যমের ২৮টি মুদ্রা নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছিল। তারপরেই বিচারকমণ্ডলীর চোখে সেরা নির্বাচিত হয় সে। মেঘার এই সাফল্যে উচ্ছ্বসিত দাঁইহাটবাসী।

মেঘার মা চম্পাদেবী বলেন, ‘‘আমার মেয়ের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে শংসাপত্রের সঙ্গে পুরস্কার পাঠিয়েছে। আমি মা হিসাবে গর্ববোধ করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Burdwan India Book of Records 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE