বাড়ি তৈরির জন্য সরকারি টাকা পেয়েছেন? কেন্দ্র না রাজ্য, কোন সরকার টাকা দিয়েছে? পঞ্চায়েত থেকে বলেছে কোন যোজনায় বাড়ি তৈরির টাকা পেয়েছেন? বাড়ির ভিত খোঁড়ার জন্য একশো দিনের কাজের প্রকল্পে শ্রম দিবসের টাকা পেয়েছেন?
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি প্রাপকদের দুয়ারে গিয়ে এ ভাবেই একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সদস্যরা। সরকারি টাকায় তৈরি পাকাবাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা ‘বোর্ড’ লাগানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখলেন তাঁরা।
প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নামবদলকে ঘিরে কেন্দ্র ও রাজ্য সরকারের দ্বৈরথ অব্যাহত। এমন আবহে কেন্দ্রের প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে গ্রামে ঘুরে উপভোক্তাদের সাথে কথা বলে এবিষয়ে খোঁজ নিচ্ছেন। শনিবার কেন্দ্রীয় প্রতিনিধিদল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও রামনগর এলাকার বিভিন্ন গ্রামে গিয়েছিলেন। রবিবার ছুটির দিনেও প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের বিধানসভা কেন্দ্র তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা গ্রামপঞ্চায়েত এলাকার বিশ্বাস ও মথুরি গ্রামে যান। সরকারি আবাস যোজনায় পাকা বাড়ি প্রাপকদের বাড়িতে গিয়ে কথা বলে খোঁজখবর নেন। তাঁরা কোন সরকারের কাছ থেকে পাকাবাড়ি তৈরির টাকা পেয়েছেন তা জানতে চান।