Advertisement
০৯ মে ২০২৪
Medinipur

দুর্ঘটনায় কাটল হাতের শিরা, কয়েক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড

হাতের অস্ত্রোপচারের জন্য চুনিকে খয়েরুলচকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে গিয়েই তাঁর স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়া হয়।

চুনির হাতে স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দিলেন বুবুন।

চুনির হাতে স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দিলেন বুবুন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৯:৫০
Share: Save:

পাইপ লাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হাত কাটে। ডান হাতের কব্জির কাছে শিরা কেটে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। কিন্তু অর্থের জোগাড় করা সম্ভব ছিল না। শেষে কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া স্বাস্থ্যসাথী কার্ড সেই বিপদ থেকে উদ্ধার করে মেদিনীপুরের ২৪ নম্বর ওয়ার্ডে রাঙ্গামাটির বাসিন্দা চুনি রানা ও তাঁর পরিবারকে।

চুনির দুর্ঘটনা এবং অর্থাভাবের বিষয়টি জানতে পারেন এলাকার সমাজকর্মী বুবুন মুখোপাধ্যায়। তিনি মেদিনীপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য নির্মাল্য চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন। তার পরেই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির ব্যবস্থা হয়।

হাতের অস্ত্রোপচারের জন্য চুনিকে খয়েরুলচকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে গিয়েই তাঁর স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়া হয়।

হাসপাতালে ভর্তি চুনি বলেন, “ভেবেই পাচ্ছিলাম না, কী করে অস্ত্রোপচার করানো হবে। এলাকার পরিচিত বুবুনদা এগিয়ে না হলে হয় তো এই সুযোগ পেতাম না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paschim Midnapore Medinipur Sasthya Sathi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE