পশুদের উপর অমানবিক অত্যাচারের একের পর এক ছবি উঠে আসছে। নারকেলের মধ্যে বিস্ফোরক দিয়ে হাতিকে খাইয়ে দেওয়ার পর এ বার হাতির গায়ে জ্বলন্ত টায়ার ছুড়ে দেওয়ার ঘটনা। যাতে শেষ পর্যন্ত এই হাতিটিরও মৃত্যু হয়। এই অত্যাচারের ফলে দিন দিন বেড়ে চলা পশু মৃত্যুর ঘটনা রুখতে এ বার সুপ্রিম কোর্টের এক আইনজীবী দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করলেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ম্যাথু জে নেদুমপারা প্রধান বিচারপতি এসএ বোবদেকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি সম্প্রতি তামিলনাড়ুতে আগ্নিদ্বগ্ধ হয়ে হাতি মৃত্যুর ঘটনা উল্লেখ করেন। এবং এই ধরনের ঘটনা রুখতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর এই চিঠিকে পিটিশন হিসাবে গ্রহণ করার আবেদন করেছেন ম্যাথু।