আলিপুরের পর এ বার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারও খুলে গেল সাধারণ মানুষের জন্য। মেদিনীপুর সেন্ট্রাল জেলে উদ্বোধন হল নতুন আর্কাইভের। মূলত এই কেন্দ্রীয় সংশোধনাগারে আত্মাহুতি দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার জন্যই এই উদ্যোগ। এতে বাংলার ‘বিপ্লব-তীর্থ’ মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সম্পর্কে আরও বিশদে জানতে পারবেন সাধারণ মানুষ।
শনিবার বিকেলে অনুষ্ঠানের মাধ্যমে নতুন আর্কাইভের উদ্বোধন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডম ফাইটার্স আর্কাইভ’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার বিনোদ সিংহ এবং মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। সৌমেন বলেন, ‘‘দারুণ উদ্যোগ! এই স্বাধীনতা সংগ্রামীরা মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের এই আর্কাইভ দেখার জন্য আহ্বান জানাচ্ছি।’’
আরও পড়ুন:
স্বাধীনতা-পূর্ব যুগে বাংলার কারাগারগুলির মধ্যে অন্যতম ছিল আলিপুর, হিজলি এবং মেদিনীপুর। হিজলি কারাগারেই তৈরি হয়েছে খড়্গপুর আইআইটি। আলিপুরে তৈরি হয়েছে মিউজ়িয়াম। এ বার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারেও স্বাধীনতা সংগ্রামীদের আর্কাইভ গড়া হল। সংশোধনাগারের প্রবেশদ্বারের বিপরীতেই থাকছে এই আর্কাইভ। এখানে ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায়, প্রদ্যোৎ ভট্টাচার্য-সহ তাবড় স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়েছে। ব্রিটিশ জেলাশাসক বার্নার্ড বার্জকে খুনের অভিযোগে ফাঁসি হয়েছিল বিপ্লবী ব্রজকিশোর ও রামকৃষ্ণের। আর এক জেলাশাসক রবার্ট ডগলাসকে হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রদ্যোৎকুমারের ফাঁসি হয়েছিল। সেই সব বিপ্লবীকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সঙ্গে কর্নেল এমএ সিংহ গার্ড ভবন সংস্কার করে গড়া হচ্ছে মিউজ়িয়াম।