Advertisement
১৬ মে ২০২৪

হেলমেট ছাড়া বাইকে, দুর্ঘটনায় মৃত ২

হেলমেটহীন মোটর বাইক আরোহীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। চলছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-র প্রচারও। কিন্তু সচেতনতা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে িগয়েছে। হেলমেট ছাড়া বাইকের দৌরাত্ম্যে রাশ টানা যায়নি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০০:৩৮
Share: Save:

হেলমেটহীন মোটর বাইক আরোহীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। চলছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-র প্রচারও। কিন্তু সচেতনতা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে িগয়েছে। হেলমেট ছাড়া বাইকের দৌরাত্ম্যে রাশ টানা যায়নি।

ফের প্রমাণ মিলল রবিবার। ওই রাতে কোলাঘাট থানার দেউলিয়া বাজারের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় দু’জন মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। তাঁদের নাম সৌরভ বন্দ্যোপাধ্যায় (২৫), বুবাই দাস (১৮)। পুলিশ জানিয়েছে, মোটরবাইক চালক ও আরোহী কারও মাথায় হেলমেট ছিল না।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, মৃতদের দু’জনেরই বাড়ি কোলাঘাট শহরের কোলা গ্রামে। সৌরভ একটি বেসরকারি প্রথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্রের ছাত্র। বুবাই কোলা ইউনিয়ন হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। ঘটনায় আহত হয়এছেন আরও একজন বাইক আরোহী। নেপাল খাঁড়া নামে বছর তেইশের ওই যুবক কোলাঘাট বিট হাউস থানার সিভিক ভলান্টিয়ার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসির মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে রবিবার সন্ধ্যায় দুই বন্ধুর সঙ্গে মোটরবাইকে মান্দারগেছিয়া গ্রামে গিয়েছিলেন সৌরভ।

রাতে ওই মোটর বাইক নিয়েই তাঁরা বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টা নাগাদ দেউলিয়া বাজারের কাছে জাতীয় সড়কে ওঠেন সৌরভরা।

কোলাঘাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মোটর বাইকটির। চালক বুবাই ও ঠিক তাঁর পিছনে বসা সৌরভের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

গুরুতর আহত হন মোটর বাইকের অপর আরোহী নেপাল খাঁড়া। জাতীয় সড়কে টহলরত পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে মেচেদা বাজারের কাছে এক নার্সিংহোমে ভর্তি করে। নেপালের বাড়িও কোলা গ্রামেই।

দুর্ঘটনার পর চালক লরি নিয়ে পালায় বলে পুলিশ সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

helmet accident death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE