Advertisement
০৫ মে ২০২৪

রেলশহরে প্রচারে বাবুল-রাহুল

রেলশহর খড়্গপুরের পুরভোটকে এ বার ‘পাখির চোখ’ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি। ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন দলের প্রার্থীরা। এ বার ‘হেভিওয়েটদের’ এনে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া-শিবির। পুরভোটের প্রচারে রেলশহরে আসার কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এ রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দলের রাজ্য সভাপতি রাহুল সিংহর।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৫ ০১:৪৩
Share: Save:

রেলশহর খড়্গপুরের পুরভোটকে এ বার ‘পাখির চোখ’ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি। ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন দলের প্রার্থীরা। এ বার ‘হেভিওয়েটদের’ এনে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া-শিবির।

পুরভোটের প্রচারে রেলশহরে আসার কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এ রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দলের রাজ্য সভাপতি রাহুল সিংহর। ইতিমধ্যে প্রচারসূচি চূড়ান্ত হয়েছে বলেই দলীয় সূত্রে খবর। জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল সিদ্ধার্থনাথ, ১৬ এপ্রিল আসছেন রাহুল ও ২১ এপ্রিল রেলশহরে আসার কথা বাবুলের।

রেলশহরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ড রেল- এলাকার। যেখানে প্রচুর অবাঙালি মানুষের বসবাস। সিদ্ধার্থনাথকে দিয়ে রেল-এলাকায় সভা করানোরই পরিকল্পনা করেছেন দলের জেলা নেতৃত্ব। বিজেপির এই কেন্দ্রীয় নেতা ওই দিন দু’টি সভা করবেন। শনিবার বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “মানুষ আমাদের পাশে আছেন। প্রচারে বেশ সাড়াও মিলছে। খড়্গপুরে আমরাই পুরবোর্ড গঠন করব।” তাঁর কথায়, “এখন বাড়ি বাড়ি প্রচার চলছে। পাড়ায় পাড়ায় সভা হচ্ছে। এ বার প্রচারে সিদ্ধার্থনাথ সিংহ, বাবুল সুপ্রিয়, রাহুল সিংহরা আসবেন।” গত লোকসভা ভোটে খড়্গপুর শহরে আশাতীত ফল হয় বিজেপির। লোকসভার নিরিখে এখানে ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতেই এগিয়ে গেরুয়া-শিবির। লোকসভার ফল ধরে রাখাটাই চ্যালেঞ্জ
বিজেপির কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE