Advertisement
E-Paper

বোর্ড গড়তে দাপুটে গেরুয়া

রক্ষণের কৌশল ‘সফল’ হয়েছে বুঝতে পেরেই কি মরিয়াহল বিজেপি!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০২:২৬
 জয়োল্লাস: খড়্গপুরের সতকুই পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠনের পর। ছবি: দেবরাজ ঘোষ

 জয়োল্লাস: খড়্গপুরের সতকুই পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠনের পর। ছবি: দেবরাজ ঘোষ

রক্ষণের কৌশল ‘সফল’ হয়েছে বুঝতে পেরেই কি মরিয়াহল বিজেপি!

মঙ্গলবার খড়্গপুর মহকুমার ১০টি ব্লকের মধ্যে ৯টি ব্লকের গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। দিনের শুরুতেই স্পষ্ট হয়ে যায়, আত্মগোপনের রণনীতি বিফলে যায়নি। বেলা গড়াতে পরিস্থিতি বদলে যায়। বিভিন্ন ব্লকে তৃণমূলের জয়ী প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

কেশিয়াড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান পদপ্রার্থী ইন্দ্রাণী দে-সহ দুই মহিলা সদস্যকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলের ওই জয়ী প্রার্থীরা নিজেরাই গোলমালের আশঙ্কায় পালিয়ে গিয়েছে। ভাঙচুর করা হয় একটি গাড়ি। দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পরে নির্ধারিত সময়ের ঘণ্টা দু’য়েক পরে বোর্ড গঠনের কাজ শুরু হলেই ইন্দ্রাণীদেবী আসেননি। প্রশাসনিক সূত্রের খবর, প্রধান পদ সংরক্ষিত হওয়ায় বিকল্প কাউকে পাওয়া যায়নি। বিজেপির একজন উপপ্রধান হয়েছেন।

এ দিন তৃণমূলকে ঠেকাতে সকাল থেকেই বিজেপির জমায়েত বাড়তে থাকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও হাজির হয়েছিলেন কেশিয়াড়িতে। পার্টি অফিস থেকে বেরিয়ে একাধিক গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে যান তিনি। দিলীপবাবুর কথায়, ‘‘মানুষ তৃণমূলের অগণতান্ত্রিক কার্যকলাপ মেনে নিতে না পেরে কেশিয়াড়িতে প্রতিরোধ করেছে।’’ তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির মন্তব্য, ‘‘কেশিয়াড়িতে বিজেপির রাজ্য সভাপতির উস্কানিতে তাদের কর্মীরা আমাদের ওপর আক্রমণ করেছে। দিলীপবাবু নামে কেশিয়াড়ি থানায় অভিযোগ জানানো হবে।’’

কেশিয়াড়ি ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪টি-তে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিলই। নছিপুরে এ দিন বোর্ড গঠন হয়নি। বাকি তিনটি বাঘাস্তি, লালুয়া ও গগণেশ্বর গ্রাম পঞ্চায়েতে সুষ্ঠুভাবেই বোর্ড গঠন করে বিজেপি। বাকিগুলির মধ্যে ঘৃতগ্রামে সিপিএমের ২জন জয়ী প্রার্থীর সমর্থনে বিজেপি বোর্ড দখল করে। কুসুমপুরে এক নির্দল সদস্য উপস্থিত না হওয়ায় সেখানেও বিজেপি বোর্ড গঠন করেছে। তৃণমূলের দাবি, ওই নির্দলকে পৌঁছতে বাধা দিয়েছে বিজেপি। উত্তেজনা দেখা দিয়েছে দাঁতন-২ ব্লকের হরিপুরে। বিজেপির অভিযোগ, সোমবার রাত থেকে এলাকায় বোমাবাজি হয়। এ দিন সকালে দলের জয়ী প্রার্থীদের তৃণমূল অপহরণ করেছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা দুই সিভিক ভলান্টিয়ারকে অপহরণ-সহ এলাকার দলের কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ তুলেছে তৃণমূল। খড়্গপুর -১ প্রত্যাশামতোই তিনটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়েছে বিজেপি। খড়্গপুর-২ ব্লকের কালিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতে টসে জয়ী হয়ে বিজেপি বোর্ড গড়ে। ডেবরা ব্লকের ডেবরা-১ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে ঠেকাতে সিপিএমকে সমর্থন করেছে বিজেপির দুই প্রার্থী। সেখানে বোর্ড গঠন
করেছে সিপিএম।

BJP TMC Panchayat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy