Advertisement
০৭ মে ২০২৪

দু’দিন পরে দেহ মিলল, নিখোঁজ এখনও আরও ১

গত রবিবার হলদি নদীতে চারবন্ধু মিলে পিকনিক করার করার সময় উল্টে যায় ডিঙি নৌকো। দু’জন সাঁতরে পাড়ে উঠতে পারলে বাকি দু’জন তলিয়ে যায়। তাঁদের মধ্যে দেবাশিস দাস নামে একজনের দেহ মঙ্গলবার সকালে উদ্ধার করল কোস্টগার্ড ও পুলিশের বাহিনী।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৯
Share: Save:

গত রবিবার হলদি নদীতে চারবন্ধু মিলে পিকনিক করার করার সময় উল্টে যায় ডিঙি নৌকো। দু’জন সাঁতরে পাড়ে উঠতে পারলে বাকি দু’জন তলিয়ে যায়। তাঁদের মধ্যে দেবাশিস দাস নামে একজনের দেহ মঙ্গলবার সকালে উদ্ধার করল কোস্টগার্ড ও পুলিশের বাহিনী। এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ নদীতে একটি দেহের খোঁজ পাওয়া যায়। কোস্টগার্ড দেহটি নদী থেকে তুলে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়। রবীন দোলই নামে অপর নিখোঁজের এখনও সন্ধান মেলেনি।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে তল্লাশি চালানোর সময় পুলিশের ‘ইন্টারসেপ্টর বোট’ বেলতলা রিভার ব্যাঙ্কের কাছে কিছু একটা আটকে থাকতে দেখে। রিভার ব্যাঙ্কের কাছে গেলে দেখা যায় জালের মধ্যে একটি দেহ আটকে রয়েছে। দেহটি নদী থেকে তোলা হয়। পরিবারের লোকেরা দেবাশিসের দেহটি শনাক্ত করে।

গত রবিবার পিকনিক করতে বেরিয়েছিলেন ভবানীপুর থানার বনমালীচক এলাকার বাসিন্দা চার বন্ধু দেবাশিস, রবীন, শুকদেব বারুই ও নারায়ণ মাইতি। হলদি নদীতে একটি ডিঙি নৌকো নিয়ে হুল্লোড় চলছিল। স্থানীয়রা জানিয়েছেন, বালুঘাটা এলাকায় মাঝ নদীতে নৌকোয় বসেই মদ্যপান করছিলেন মাঝবয়সী ওই চার জন। খানিক পরে নৌকোর মধ্যেই শুরু হয় উন্মত্ত নাচানাচি। সে সময়ই উল্টে যায় নৌকোটি। শুকদেব ও নারায়ণ কোনও রকমে সাঁতরে ঈশ্বরদহ জাল্পাই ঘাটে উঠতে পারেন। কিন্তু তলিয়ে যান দেবাশিস ও রবীন।

পুলিশ সূত্রে খবর, দু’দিন জলে থাকায় দেবাশিসের দেহটি ফুলে গিয়েছে। দেহের কয়েকটি জায়গায় রক্তের চিহ্নও রয়েছে। যেহেতু ডিঙি নৌকোয় মাছ ধরার জাল ছিল, তাই দেহের সঙ্গে জাল জড়িয়ে যাওয়ায় ডুবে যান দেবাশিস। মদ্যপ অবস্থায় থাকায় জাল ছা়ড়াতে পারেননি তিনি। এ দিন দেবাশিসের দাদা আশিস দাস বলেন, ‘‘কয়েক বছর আগে বাবাকে হারিয়েছি। ভাইকেও এ ভাবে হারাতে হবে ভাবিনি।’’

রবীনের দেহের খোঁজেও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। হলদিয়ার বিডিও রাজর্ষি নাথ জানান, পুলিশকে প্রতিটি রিভার ব্যাঙ্কে তল্লাশি চালাতে বলেছি। যতক্ষণ না দ্বিতীয় দেহটি পাওয়া যাচ্ছে ততক্ষণ হলদি নদীতে তল্লাশি চলবে। এ দিনও হোভারক্রাফট নামানো হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হলদিয়া টাউনশিপের কৃষ্ণ-অর্জুন ঘাটে এক ব্যক্তির দেহ ভেসে ওঠে। হলদিয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দেহটি রবীনের কি না, তা জানার জন্য তার পরিবারের লোকেদের ডাকা হয়। যদিও তাঁরা জানিয়ে দেন, এটি রবীনের দেহ নয়। দেহটির পরিচয় এখনও মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

স্কুলের অনুষ্ঠান। বিদ্যাসাগার বিদ্যাপীঠের (বালিকা) সুবর্ণজয়ন্তী উপলক্ষে আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হল মঙ্গলবার। চলবে ২৭ তারিখ পর্যন্ত। নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন প্রতিযোগিতা হবে। শহরের ২০টিরও বেশি স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় যোগ দিয়েছে বলে স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী নন্দী জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন পালন অনুষ্ঠানের সূচনা হয়েছিল। সেই উপলক্ষেই অনুষ্ঠান চলছে স্কুলে। অনুষ্ঠানটি শেষ হবে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident River police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE