শপিং মল থেকে এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করলেন সহকর্মীরা। শুক্রবার এই ঘটনায় শোরগোল পূর্ব মেদিনীপুরের এগরায়। রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম তাপস সাউ। বয়স মাত্র ২২ বছর। মোহনপুর ব্লকের লালবাজার পলাশীয়া এলাকার বাসিন্দা এগরা শহরের একটি মলে চাকরি করতেন। অন্যান্য দিনের মতো শুক্রবার সকাল থেকে মলের কাজ শুরু হয়। সেই সময়ে সহকর্মীদের কেউ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাপসকে। শোরগোল পড়ে যায়। খবর যায় থানায়।
পুলিশ গিয়ে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তাদের প্রাথমিক অনুমান, প্রণয়ঘটিত কারণে আত্মহত্যা করেছেন তাপস। আত্মহত্যার নেপথ্যে অন্য কারণ কিংবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল কি না, তা তদন্তসাপেক্ষ। ইতিমধ্যে মৃতের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কথা বলা হয়েছে যুবকের পরিবারের সঙ্গে। কিন্তু জনবহুল এলাকায় শপিং মলের মধ্যে কী ভাবে একজন আত্মহত্যা করলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:
মৃতের আত্মীয় তথা প্রতিবেশী গৌতম সাউ বলেন, ‘‘ওই মলটি যখন এখানে চালু হল, তখন থেকেই তাপস কাজ করত। অত্যন্ত মিশুকে এবং শান্ত স্বভাবের ছেলে। ঠিক কী হল, কেন নিজেকে শেষ করতে গেল বা আদৌ ও আত্মহত্যা করেছে কি না, প্রশ্ন রয়েছে। পুলিশের তদন্তে সত্য প্রকাশ পাবে বলে আশা করছি।’’
পুলিশ সূত্রে খবর, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন পুলিশকর্তারা।