Advertisement
২৭ এপ্রিল ২০২৪

রাসায়নিক মেশানোর অভিযোগ, গ্রেফতার

কলায় রাসায়নিক মেশানোর অভিযোগে বুধবার ঝাড়গ্রামের আড়তে হানা দিয়ে দু’জনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। প্রায় একশো ডজন রাসায়নিক মেশানো কলা বাজেয়াপ্ত করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০১:১৭
Share: Save:

কলায় রাসায়নিক মেশানোর অভিযোগে বুধবার ঝাড়গ্রামের আড়তে হানা দিয়ে দু’জনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। প্রায় একশো ডজন রাসায়নিক মেশানো কলা বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ধনঞ্জয় দে ও দীপক শঙ্কর। ধনঞ্জয়বাবু ওই কলার আড়তের মালিক। তাঁর বাড়ি বিনপুরে। আড়তের কর্মী দীপকের বাড়ি ঝাড়গ্রাম শহরের নতুনডিহি এলাকায়। অভিযোগ, কম সময়ের মধ্যে কলা পাকানোর জন্য এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করছিলেন অভিযুক্তরা। এর ফলে মাত্র ১২ ঘন্টার মধ্যে কলা পেকে যায়। কিন্তু ওই রাসায়নিক স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর।

অভিযোগ পেয়ে এ দিন ঝাড়গ্রাম জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রবীরকুমার মুহুরি-র নেতৃত্বে সাদা পোশাকে পুলিশের একটি দল শহরের রঘুনাথপুরে কলার আড়তে হানা দেয়। কলার কাঁদিতে রাসায়নিক মেশানোর সময় হাতে নাতে দু’জনকে পাকড়াও করা হয়। আজ, বৃহস্পতিবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chemical bananas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE