মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েকদিন আগে চালু হয়েছে সমস্ত ফুল বাজার। কিন্তু বাজারে গেলে সেখান থেকে এলাকায় আসতে পারে করোনাভাইরাস— এই অভিযোগে এক চাষিকে মারধরের অভিযোগ উঠল কোলাঘাটের পুলশিটায়।
অন্যদিকে, কলকাতার ফুল বাজারে যাওয়ার জন্য ওই এলাকারই এক ব্যবসায়ীকে ঘরে ঢুকতে এবং পানীয় জল সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দু’টি ঘটনাতেই কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
পুলশিটার ধর্মবেড় গ্রামের গোলাপ চাষি সৌমেন মাইতি জানান, তিনি মিহিটিকিরি গ্রামে এক ব্যবসায়ীকে ফুল দিতে যান। সোমবার সকালে ফুল দিতে যাওয়ার সময় নিমাই নায়েক নামে ওই এলাকার এক ব্যক্তি তাঁর পথ আটকে ফুলের বোঝা ছিনিয়ে নেয়। সেখান থেকে আড়াই হাজার গোলাপ ফুল রাস্তায় ফেলে দিয়ে সৌমেনকে মারধর করা হয় বলে অভিযোগ।