করোনা জয় করে ফিরলেন কেশিয়াড়ির বিডিও সৌগত রায়। সোমবার দুপুরে ব্লক অফিস চত্বরে তাঁর আবাসে ফিরেছেন তিনি। করোনা যোদ্ধাদের কুর্নিশ জানানোর পাশাপাশি এ দিন কেশিয়াড়িবাসীকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিডিও।
এ দিন দুপুর ১২টা নাগাদ ব্লক অফিসের গেটে এসে হাজির হয় বিডিওর গাড়ি। আগে থেকেই সেখানে অফিসের অন্য কর্মী থেকে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাঁকে ফুল ছড়িয়ে, শাঁখ বাজিয়ে শুভেচ্ছা জানিয়ে অফিস পর্যন্ত আনা হয়। হাতে ধরানো হয় ফুলের তোড়া। কেশিয়াড়িবাসীর এই অভিব্যক্তিতে আবেগে আপ্লুত হন বিডিও। তিনি বলেন, ‘‘এটা চাকরি জীবনে সবচেয়ে বড় পাওনা। কোনও কিছু দিয়ে এর মূল্য নির্ধারণ হয় না।’’ বিডিও জানিয়েছেন, নিয়ম মতোই আরও চোদ্দদিন নিভৃতাবাসে থাকবেন।
গত ১৫ জুলাই স্ত্রীর চিকিৎসা করিয়ে কলকাতা থেকে ফিরেছিলেন সৌগত। পরে উপসর্গ দেখা যাওয়ায় ১৭ জুলাই বেলদা গ্রামীণ হাসপাতালে লালারসের নমুনা দেন। দু’দিন পর রিপোর্ট ‘পজ়িটিভ’ এসেছিল। ২০জুলাই তাঁকে শালবনি করোনা হাসপাতালে পাঠানো হয়েছিল। কলকাতা থেকে তাঁর পরিবারকে কেশিয়াড়িতে আনা হয়। তাঁদেরও লালারসের নমুনা নিয়েছে স্বাস্থ্য দফতর। রিপোর্ট এখনও আসেনি।
বিডিওর দ্রুত সুস্থতা কামনা করে অনেকেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। রবিবার তার উত্তর দিয়েছেন বিডিও সৌগত। তিনিও সমাজমাধ্যমে কেশিয়াড়িবাসীকে ধন্যবাদ জানিয়ে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানান। স্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন ও চিকিৎসকদের কাজের প্রশংসা করেছেন বিডিও।