Advertisement
১১ মে ২০২৪
derailment

হাওড়াগামী মেদিনীপুর লোকাল লাইনচ্যুত খড়্গপুরের কাছে, যাত্রীরা রয়েছেন নিরাপদেই

ডাউন মেদিনীপুর-হাওড়া লোকালটি গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়্গপুর স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময় লাইনচ্যুত হয়ে যায় সামনের বগি। ট্রেনটি খুব ধীর গতিতে থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি।

খড়্গপুরের কছে লাইনচ্যুত লোকাল ট্রেন।

খড়্গপুরের কছে লাইনচ্যুত লোকাল ট্রেন। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫১
Share: Save:

জঙ্গলমহল-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবরোধের জেরে দুর্ভোগের মধ্যেই শনিবার লাইনচ্যুত হয়ে গেল মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেন। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ডাউন মেদিনীপুর-হাওড়া লোকালটি গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়্গপুরের দিকে যাচ্ছিল। সেই সময় লাইনচ্যুত হয়ে যায় সামনের বগি। তবে সেই সময় ট্রেনটি খুব ধীর গতিতে থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। কারণ ওই রেলপথে কাজ চলছিল বলে রেল সূত্রে জানা গিয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা ৩৭ মিনিট নাগাদ গিরি ময়দান স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে ওই বিপত্তি। ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ায় আতঙ্কিত যাত্রীরা লাফ দিয়ে নেমে পড়েন। অসীম শর্মা নামে দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনটির যাত্রী বলেন, ‘‘আচমকা বুঝতে পারলাম ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। আমরা এখন হেঁটেই স্টেশনের দিকে যাচ্ছি।’’ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। সাময়িক ভাবে ডাউন লাইনে বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। তবে খোলা ছিল আপ লাইন। সেখান দিয়ে চলাচল করছে ট্রেন।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি বলেন, “হাওড়াগামী ডাউন মেদিনীপুর লোকাল লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিছু ক্ষণের মধ্যে অন্য একটি ট্রেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে ডিআরএম খড়্গপুর পৌঁছন। ট্রেন চলাচল এই মুহূর্তে স্বাভাবিক। ওখানে লাইনে কাজ হচ্ছিল। কেন এমনটা হল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

derailment Accident local train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE