Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ঐক্য ভেঙে আলাদা মনোনয়ন ফব-র

বাম ঐক্য ভেঙেই রেলশহরে মনোনয়ন দিল ফরওয়ার্ড ব্লক। সোমবার খড়্গপুরে মহকুমাশাসকের কার্যালয়ে ২৮ নম্বর ওয়ার্ডের জন্য মনোনয়ন দেন ফব প্রার্থী জগদীশ মহানন্দা। দাবি মতো ওয়ার্ড না পাওয়াতেই ফব-র এই বিদ্রোহ। এ দিন মনোনয়ন দিয়েছে সিপিএম এবং সিপিআই-ও। যে ওয়ার্ড থেকে ফব মনোনয়ন দিয়েছে সেখানে বাম-প্রার্থী সিপিআইয়ের।

মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসছেন বাম প্রার্থীরা। —নিজস্ব চিত্র।

মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসছেন বাম প্রার্থীরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৫ ০০:৩৬
Share: Save:

বাম ঐক্য ভেঙেই রেলশহরে মনোনয়ন দিল ফরওয়ার্ড ব্লক। সোমবার খড়্গপুরে মহকুমাশাসকের কার্যালয়ে ২৮ নম্বর ওয়ার্ডের জন্য মনোনয়ন দেন ফব প্রার্থী জগদীশ মহানন্দা। দাবি মতো ওয়ার্ড না পাওয়াতেই ফব-র এই বিদ্রোহ। এ দিন মনোনয়ন দিয়েছে সিপিএম এবং সিপিআই-ও। যে ওয়ার্ড থেকে ফব মনোনয়ন দিয়েছে সেখানে বাম-প্রার্থী সিপিআইয়ের।

প্রথমে ঠিক হয়েছিল, শহরের ৩৫টি আসনের ১৮টিতে সিপিএম ও ১৭টিতে সিপিআই প্রার্থী দেবে। ফব আসন দাবি করলে সিপিএম ছাড়বে বলে সিদ্ধান্ত হয়। ফব ২টি আসন দাবি করে। কিন্তু সিপিএম তাতে রাজি হয়নি। একাধিকবার বৈঠকেও রফাসূত্র বেরোয়নি। বামেরা রবিবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে। জেলা বামফ্রন্টের আহ্বায়ক দীপক সরকার জানান, ফব-র সঙ্গে আলোচনা করেই সহমতের ভিত্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তবে এ দিন আলাদা ভাবে মনোনয়ন পেশের পরে ফব-র জেলা সম্পাদক অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন বামফ্রন্টে আমাদের মর্যাদা দেওয়া হয়নি তখন বাম ঐক্য ভেঙেই লড়াই হবে। তাই খড়্গপুর ব্লক কমিটির সিদ্ধান্তে ২৮ নম্বর আসন থেকে দলের প্রতীকেই লড়াই করব।” সিপিএমের জোনাল সম্পাদক অনিতবরণ মণ্ডল অবশ্য বলেন, “শহরে বাম ঐক্য অটুট থাকবে। ফব নেতৃত্ব ভুল বোঝাবুঝিতে মনোনয়ন জমা দিলেও পরে তা প্রত্যাহার করবেন আমরা আশাবাদী।”


মনোনয়ন পেশের পর সস্ত্রীক সত্যদেও শর্মা।

এ দিন মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন দিয়েছেন ২৮ জন বাম প্রার্থী। সিপিএম তাদের জন্য বরাদ্দ ১৮টি আসনের সবকটিতেই আর সিপিআই বরাদ্দ ১৭টি আসনের মধ্যে ১০টিতে এ দিন মনোনয়ন জমা করেছে। বাকিরা এ দিনই ফর্ম তুলেছেন বলে বামফ্রন্ট সূত্রের খবর।

মহকুমাশাসকের কার্যালয় সূত্রে খবর, এ দিন মোট ৯১টি মনোনয়নপত্র তোলা হলেও জমা পড়েছে ৩১টি। বামেরা ২৮টি ও ফব একটি আসনে মনোনয়ন দিলেও বাকি ২টি আসনে কারা মনোনয়ন জমা করেছে তা স্পষ্ট নয়। তৃণমূল মনোনয়ন তুললেও জমা দেয়নি বলে দাবি করেছে। একই বক্তব্য কংগ্রেস ও বিজেপি-র। সে ক্ষেত্রে তৃণমূল ও বিজেপির বিক্ষুব্ধরা এ দিন মনোনয়ন তুলেছেন বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE