Advertisement
১১ মে ২০২৪
TMC

TMC Inner Clash: প্রতিষ্ঠা দিবসের ঠিক আগে গড়বেতায় তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তুমুল বোমাবাজি

জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘পার্টি অফিস যারা ভাঙচুর করেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হতে পারে না। তারা দুষ্কৃতী।’’

পার্টি অফিসের সামনে থেকে উদ্ধার তাজা বোমা।

পার্টি অফিসের সামনে থেকে উদ্ধার তাজা বোমা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গড়বেতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৬:২৯
Share: Save:

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পার্টি অফিস ভাঙচুর, ব্যাপক বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার তাজা বোমা। আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী।

৩১ ডিসেম্বর মধ্যরাতে গোটা রাজ্যে পালিত হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তার ঠিক আগেই, শুক্রবার সকালে এলাকার দখল ধরে রাখা নিয়ে গড়বেতার খড়কুসমা এলাকায় শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ। মুড়িমুড়কির মত পড়তে থাকে বোমা। চলে হাতাহাতিও। আহত হয়ে হাসপাতালে ভর্তি দুই পক্ষেরই একাধিক তৃণমূলকর্মী।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর)-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে ভর্তি এক তৃণমূল কর্মী বলেন, ‘‘কাজ করে বাড়ি ফিরছিলাম। দেখি দলীয় কার্যালয়ের কাছে জনা পঞ্চাশেক লোক দাঁড়িয়ে। আমাকে হাতে লাঠি, বল্লম দিয়ে বেধড়ক মারল। তার পর বোমার ধোঁয়ায় আর কিছু দেখতে পাইনি।’’ জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘পার্টি অফিস যারা ভাঙচুর করেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হতে পারে না। তারা দুষ্কৃতী। পুলিশকে বলব, কোনও রং না দেখে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।’’

এলাকায় বোমাবাজির জেরে আতঙ্ক ছড়িয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE