Advertisement
E-Paper

সায়েন্স সিটি ভ্রমণ ‘কন্যাশ্রী’দের

বেড়ানোর ফাঁকে বিজ্ঞানের জটিল বিষয়গুলিকে বুঝিয়ে দিতে এংব বিজ্ঞানে আগ্রহ বাড়াতে জেলার ‘কন্যাশ্রী’দের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করাল প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:১০
কন্যাশ্রীদের সঙ্গে অতিরিক্ত জেলাশাসক। বুধবার তমলুকে। নিজস্ব চিত্র

কন্যাশ্রীদের সঙ্গে অতিরিক্ত জেলাশাসক। বুধবার তমলুকে। নিজস্ব চিত্র

বেড়ানোর ফাঁকে বিজ্ঞানের জটিল বিষয়গুলিকে বুঝিয়ে দিতে এংব বিজ্ঞানে আগ্রহ বাড়াতে জেলার ‘কন্যাশ্রী’দের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করাল প্রশাসন।

বুধবার তমলুকে জেলা প্রশাসনিক ভবন থেকে চারটি বাসে ‘কন্যাশ্রী’দের নিয়ে যাওয়া হয় কলকাতার সায়েন্স সিটিতে। ওই শিক্ষামূলক ভ্রমণে অংশ নেন কাঁথি এবং এগরা মহকুমার ২০০ জন ‘কন্যাশ্রী’। এ দিন প্রশাসনিক ভবনের সামনে সবুজ পতাকা নেড়ে ভ্রমণের শুরু করেন অতিরিক্ত জেলাশাসক শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়।

অতিরিক্ত জেলাশাসক বলেন, “ওই কর্মসূচিতেই আগামী শুক্রবার একই ভাবে তমলুক এবং হলদিয়া মহকুমার আরও ২০০ জন কন্যাশ্রী এই শিক্ষামূলক ভ্রমণে যাবে। মেয়েদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতেই এই প্রচেষ্টা।’’ ভ্রমণে যাওয়ার আগে সানন্দা এবং শ্রেয়সী’র মতো কন্যাশ্রীরা বলে, ‘‘বেড়ানোর মধ্যে দিয়ে বিজ্ঞানের অজানা বিষয়গুলিকে হাতে কলমে দেখে নেওয়ার সুযোগ পাব। এটা ভাবতেই আনন্দ হচ্ছে।’’

জেলা প্রশাসন সূত্রে খবর, ভ্রমণ থেকে ফিরে এসে তার অভিজ্ঞতা লেখা এবং ছবির আকারে প্রকাশ করবে ছাত্রীরা। পড়ুয়াদের ওই সব অভিজ্ঞতার কথা তুলে ধরা হবে সোশ্যাল মিডিয়ায়।

Science City Kanyashree Prakalpa Department of Women Development and Social Welfare
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy