Advertisement
E-Paper

আবার বড় ভুল! ধরা পড়লেন ৩৬২ জন ট্রেনযাত্রী! ছুটির দিনে মোটা টাকা আদায় করল রেল

ছুটির দিন। তাই হঠাৎ রবিবারকে বেছে নিয়েছিলেন টিটিই-রা। রেলের খড়্গপুর বিভাগে ধরা পড়েন ৩৬২ জন যাত্রী, যাঁরা বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। রেলের নিয়ম মেনে তাঁদের জরিমানা করা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ০১:২২
ট্রেনে চলছে টিটিই-অভিযান।

ট্রেনে চলছে টিটিই-অভিযান। —নিজস্ব চিত্র।

গত সাত দিনেও ছবিটা বিশেষ বদলালো না। আবার বিনা টিকিটে ট্রেনে চেপে ধরা পড়লেন তিনশোর বেশি যাত্রী। দিতে হল মোটা অঙ্কের জরিমানা। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, শুধু রবিবারই খড়্গপুর বিভাগের মেল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেনে টিকিট পরীক্ষকদের বিশেষ অভিযানে প্রায় ২ লক্ষ টাকা আদায় হয়েছে।

ছুটির দিন। তাই হঠাৎ রবিবারকে বেছে নিয়েছিলেন টিটিই-রা। রেলের খড়্গপুর বিভাগে ধরা পড়েন ৩৬২ জন যাত্রী, যাঁরা বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। রেলের নিয়ম মেনে তাঁদের জরিমানা করা হয়। বাণিজ্যিক পরিদর্শক এবং টিকিট চেকিং কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দলটি খড়্গপুর বিভাগের বেশ কিছু রুটের ট্রেনে ‘অভিযান’ চালিয়েছিলেন। রেল সূত্রে খবর, ট্রেন নম্বর ১২৫০৩, ১২৫০৪, ১২৭০৩, ১২৮৬৪, ১২০৭৪, ১২৮৬০, ১২০৭৩, ১২৮৫৯, ১২৬৬৩, ১২৮৪১, এবং লোকাল ট্রেনগুলিতে টিকিট পরীক্ষকদের পাঠানো হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেলওয়ের এক আধিকারিক জানান, ওই অভিযানের সময় টিকিট ছাড়া বা ভুল টিকিটে ট্রেনে ওঠা ৩৬২ জন ভ্রমণকারীকে শনাক্ত করা হয়। ঘটনাস্থলে তাঁদের জরিমানা করা হয়। রাজস্ব হিসাবে আদায় করা হয়েছে ১,৯৬,২৩৫ টাকা। রেলের তরফে আবার ঘোষণা, বিনা টিকিটে ভ্রমণ রুখতে এবং যাত্রীদের সচেতন করতে আগামিদিনে যে কোনও সময় এ ভাবেই হঠাৎ ট্রেনে ট্রেনে অভিযান চালানো হবে। তাই বিনা টিকিটে ট্রেনে ওঠা নৈব নৈব চ।

এই হঠাৎ অভিযান নিয়ে রেলের ওই আধিকারিক জানান, রাজস্ব ক্ষতি রুখতে এবং প্রকৃত যাত্রীরা যাতে অসুবিধায় না পড়েন, সেটাই তাঁদের লক্ষ্য। জরিমানা এড়াতে এবং নিশ্চিত সফরের জন্য যথাযথ এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য রেলের তরফে আবেদন জানান তিনি। এর আগে এমন দু’দিনের অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকা জরিমানা আদায় করেছে রেল।

Kharagpur South Eastern Railways Ticket Checker Fine TTE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy