Advertisement
২৩ এপ্রিল ২০২৪

এ বার বিজেপিতে যোগ লক্ষ্মণ শেঠের

বিজেপিতে যোগ দিলেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। শুক্রবার তমলুকের নিমতৌড়িতে বিজেপির জেলা কার্যকরী কমিটির সভায় লক্ষ্মণবাবু বিজেপিতে যোগ দেন। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপিতে যোগ লক্ষ্মণের।— নিজস্ব চিত্র।

বিজেপিতে যোগ লক্ষ্মণের।— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ০০:০০
Share: Save:

বিজেপিতে যোগ দিলেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। শুক্রবার তমলুকের নিমতৌড়িতে বিজেপির জেলা কার্যকরী কমিটির সভায় লক্ষ্মণবাবু বিজেপিতে যোগ দেন। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

লক্ষ্মণবাবু দাবি করেন, ‘‘রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিজেপিতে এসেছি। কোনও সুযোগ-সুবিধার জন্য নয়।’’ অন্য দিকে, দিলীপবাবু বলেন, ‘‘লক্ষ্মণ শেঠের মতো রাজনৈতিক নেতা, যিনি তিনবার বিধায়ক এবং সাংসদ ছিলেন, হয়তো তিনি যে রাজনৈতিক দলে ছিলেন তাঁর সঙ্গে আমাদের মতের মিল ছিল না। তাঁর সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগানোর জন্য আমাদের দলে নিয়েছি।’’

লক্ষ্মণবাবুর সঙ্গে যে নন্দীগ্রাম কান্ডের যে দায় জড়িয়ে রয়েছে? দিলীপবাবু বলেন, ‘‘তিনি যে দলে ছিলেন নন্দীগ্রামের ঘটনায় সেই দল ও তাঁদের সরকার, নেতাদের দায় ছিল। লক্ষ্মণবাবু ব্যক্তিগতভাবে দোষী ছিলেন না।’’ এ দিন ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে বিজেপির এক সভায় যোগ দেন লক্ষ্মণবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lakshman Seth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE