Advertisement
০৪ মে ২০২৪

এমফিলের ফল বিদ্যাসাগরে

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ১৩টি বিভাগে এম ফিলের দ্বিতীয় সেমেস্টারের ফল প্রকাশিত হল সোমবার। এক অনুষ্ঠানে উপাচার্য রঞ্জন চক্রবর্তী এই ফল প্রকাশ করেন।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০০:৪৪
Share: Save:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ১৩টি বিভাগে এম ফিলের দ্বিতীয় সেমেস্টারের ফল প্রকাশিত হল সোমবার।

এক অনুষ্ঠানে উপাচার্য রঞ্জন চক্রবর্তী এই ফল প্রকাশ করেন। তিনটি বিভাগের সফল পড়ুয়াদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয়। ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক সুব্রতকুমার দে জানান, এই ভাবে এক সঙ্গে ফল প্রকাশ এই প্রথম। এ বার থেকে এম ফিলের সব বিভাগের পরীক্ষার ফল এক সঙ্গেই প্রকাশিত হবে।

উপাচার্য জানান, সম্প্রতি কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ দফতর সারা দেশের বিশ্ববিদ্যালয়ের যে ক্রমতালিকা প্রকাশ করেছেন, তাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রয়েছে ৮৭ নম্বরে। প্রথম একশোয় জায়গা করে নেওয়ার বিষয়টি যথেষ্ট আশাব্যঞ্জক বলেই মত উপাচার্যের। তিনি আরও জানান, সামনের বার দেশের প্রথম ৪০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা তাঁরা এখন থেকেই শুরু করে দিতে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vidyasagar University M Phil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE