Advertisement
১৮ মে ২০২৪

শীতেও ম্যালেরিয়ার কামড়ে উদ্বেগ

জঙ্গলমহলের জেলায় বছরে যেখানে গড়ে ২-৩ জনের মৃত্যু হয়, সেখানে এ বছরই এখনও পর্যন্ত ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা ১৪! এমনকী শীতের মরসুমেও থাবা বসাচ্ছে ম্যালেরিয়া। আর তাতেই উদ্বিগ্ন পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ০০:৩১
Share: Save:

জঙ্গলমহলের জেলায় বছরে যেখানে গড়ে ২-৩ জনের মৃত্যু হয়, সেখানে এ বছরই এখনও পর্যন্ত ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা ১৪! এমনকী শীতের মরসুমেও থাবা বসাচ্ছে ম্যালেরিয়া। আর তাতেই উদ্বিগ্ন পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর।

গত শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে বেলপাহাড়ির কিশোর লক্ষ্মীরাম মাণ্ডির মৃত্যু হয়েছে ম্যালেরিয়ায়। একটা সময় জেলার মধ্যে বিনপুর- ২ ব্লক অর্থাৎ বেলপাহাড়িতেই ম্যালেরিয়ার প্রকোপ ছিল সর্বাধিক। এখন তা জেলার সর্বত্র কমবেশি ছড়াচ্ছে। মেদিনীপুর সদর, শালবনি, গোয়ালতোড়, কেশপুর প্রভৃতি ব্লকেও ম্যালেরিয়ায় মৃত্যুর ঘটনা ঘটছে। জেলা স্বাস্থ্য দফতরের এক সূত্রে খবর, রাজ্যের মধ্যেও এ বার পশ্চিম মেদিনীপুরে ম্যালেরিয়ার প্রকোপ বেশি। জেলায় জুন মাস পর্যন্ত ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা ছিল ৯। জুলাই থেকে এখনও পর্যন্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বছর শেষ হতে আরও কিছু দিন বাকি। বছর শেষে মৃত্যুর সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই ভাবনার। জেলার এক স্বাস্থ্য কর্তা মনে করিয়ে দিচ্ছেন, ২০১১ সালে রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছিল ১৯ জনের। ২০১৩ সালে ১৭ জনের। সেখানে শুধু পশ্চিম মেদিনীপুরেই এ বছর এখনও পর্যন্ত ১৪ জন মারা গিয়েছে।

স্বাস্থ্য দফতরের এক সূত্র জানাচ্ছে, ম্যালেরিয়ার মতো রোগ নিবারণে দ্বিমুখী ব্যবস্থা চাই। প্রথমত, সাধারণ মানুষকে সচেতন হতে হবে। দ্বিতীয়ত, মানুষকে সচেতন করতে উদ্যোগী হতে হবে এলাকার স্বাস্থ্যকর্মীদের। পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরাও বলেন, “ম্যালেরিয়ার প্রকোপ এড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। গ্রামাঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা চলছে। সচেতনতাই এই রোগ ঠেকাতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malaria Mosquitoes Winter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE