Advertisement
E-Paper

Death in Goaltor: গোয়ালতোড়ে রাতভর বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধ দম্পতির

পুলিশ ও ব্লক প্রশাসন সূত্রে খবর, বুধবার গভীর রাতে বৃষ্টির সময় ঘুমিয়ে ছিলেন ওই দম্পতি। সেই সময় মাটির বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৭:২৪
ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল

ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল নিজস্ব চিত্র।

রাতভর বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধ দম্পতির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ২ নম্বর ব্লকের গোয়ালতোড় থানার জোগাড়ডাঙা গ্রামে। মৃতের নাম দুলাল পাল (৬৫) ও সাধনা পাল (৬০)।

পুলিশ ও ব্লক প্রশাসন সূত্রে খবর, বুধবার গভীর রাতে বৃষ্টির সময় ঘুমিয়ে ছিলেন ওই দম্পতি। সেই সময় মাটির বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়লে চাপা পড়ে যান তাঁরা। বিকট শব্দে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। তাঁরা বাইরে বেরিয়ে দেখেন বাড়ির এক দিকের দেওয়াল ভেঙে পড়েছে।

খবর দেওয়া হয় পুলিশে। গোয়ালতোড় থানার পুলিশ দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। জেলায় বন্যা পরিস্থিতিতে সাপের কামড়ে, জলে ডুবে ও মাটির বাড়ির দেওয়াল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। জেলা প্রশাসন মৃতের পরিজনদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করেছে।

Died Old Couple Goaltor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy