Advertisement
০৫ মে ২০২৪

বহিরাগত দুষ্কৃতীরা দাপাচ্ছে, খড়্গপুর নিয়ে সরব বিজেপি

বহিরাগত দুষ্কৃতীরা খড়্গপুরে ঢুকেছে বলে আগেই অভিযোগ করেছিল কংগ্রেস। এ বার সাংবাদিক বৈঠক ডেকে বহিরাগত দুষ্কৃতীরা ভোট লুঠ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার বিকেলে ঝাপেটাপুরে শহর বিজেপির কার্যালয়ে ওই সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা জেলা পর্যবেক্ষক কৃষ্ণা ভট্টাচার্য, শহর সভাপতি প্রেমচাঁদ ঝা প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৫ ০০:৫০
Share: Save:

বহিরাগত দুষ্কৃতীরা খড়্গপুরে ঢুকেছে বলে আগেই অভিযোগ করেছিল কংগ্রেস। এ বার সাংবাদিক বৈঠক ডেকে বহিরাগত দুষ্কৃতীরা ভোট লুঠ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার বিকেলে ঝাপেটাপুরে শহর বিজেপির কার্যালয়ে ওই সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা জেলা পর্যবেক্ষক কৃষ্ণা ভট্টাচার্য, শহর সভাপতি প্রেমচাঁদ ঝা প্রমুখ। তাঁদের অভিযোগ, ভোটের আগে শহরকে সন্ত্রস্ত করতে বহিরাগত দুষ্কৃতীদের এনেছে তৃণমূল। তারাই ২৫ এপ্রিল ভোট লুঠ করতে পারে বলে আশঙ্কা বিজেপির। এ দিন খড়্গপুরের রিটার্নিং অফিসারের কাছেও এই মর্মে অভিযোগপত্র দিয়েছে বিজেপি।

পুরভোটের আগে রেলশহর খড়্গপুরে দুষ্কৃতীদের দাপাদাপির অভিযোগ নতুন নয়। রেল মাফিয়ারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে বলে প্রতি বারই ভোটের মুখে অভিযোগ ওঠে। এ বছরও ভোটের আগে হুমকি ও দুষ্কৃতীদের দৌরাত্ম্যের অভিযোগ তোলে বিজেপি ও কংগ্রেস। দুই দলের পক্ষ থেকেই একাধিকবার পুলিশে অভিযোগ জানানো হয়। জেলা পুলিশ সুপারের নাম করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে বলেও বিজেপি অভিযোগ তোলে। কিছু ক্ষেত্রে পুলিশ ব্যবস্থাও নিয়েছে। ভোটের মুখে ফের শহরে বহিরাগত দুষ্কৃতীদের অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। গত রবিবার রাতে শহরের খরিদায় কংগ্রেসের সভায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বহিরাগত দুষ্কৃতীদের কথাই বলেছিলেন বিদায়ী পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে। এ দিন সেই সুরেই বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “আমরা বারবার দুষ্কৃতীদের নিয়ন্ত্রণের জন্য প্রশাসনকে বলেছি। কিছু ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থাও নিয়েছে। কিন্তু এ বার বহিরাগত দুষ্কৃতীরা শহরে ঢুকছে। আমাদের কর্মীদের শুধু নয়, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। এমন চললে রেলশহরের পুরভোটে কলকাতার থেকেও বেশি অশান্তি হবে।”

এ দিনের সকালেই বিজেপির পক্ষ থেকে মহকুমাশাসক তথা খড়্গপুর পুরসভার রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানানো হয়। জানানো হয়, বাইরে থেকে আসা দুষ্কৃতীরা শহরের বিভিন্ন জায়গায় ঘাঁটি বানিয়েছে। সাংবাদিক বৈঠকে বিজেপির জেলা পর্যবেক্ষক কৃষ্ণাদেবী দাবি করেন, “শহরে প্রায় দু’হাজার দুষ্কৃতী বাইরে থেকে ঢুকেছে। এরাই শাসক দলকে জেতাতে বিভিন্ন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। স্থানীয় দুষ্কৃতীরা তাঁদের সাহায্য করছে। আমাদের আশঙ্কা দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা না হলে ভোট লুঠ হবে।” আগে শহরের তিনটি রেল ওয়ার্ডে দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি। এ দিন অবশ্য তারা জানায়, শহরের সর্বত্র ওই দুষ্কৃতীরা ঘোরাফেরা করছে। বিজেপির শহর সভাপতি প্রেমচাঁদের অভিযোগ, “তৃণমূলের মদতেই বহিরাগত দুষ্কৃতীরা শহরে অস্ত্র-বোমা মজুত করেছে। আমাদের সভা বানচাল করছে।” মহকুমাশাসক তথা পুরসভার রিটার্নিং অফিসার সঞ্জয় ভট্টাচার্যের বক্তব্য, “আমি বিজেপির থেকে একটি অভিযোগ পেয়েছি। তবে তাতে নির্দিষ্ট করে কিছু বলা নেই। খড়্গপুরের মতো শহরে প্রতিদিন রেল ও সড়কপথে বহু লোক ঢুকছে। তাই বিষয়টি এসডিপিও-কে দেখতে বলেছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE