পিকআপ ভ্যানে চেপে কয়েক জন শ্রমিক কাজে যাচ্ছিলেন। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় সেই পিকআপ ভ্যান। তাতেই বিপত্তি। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক জন। আহত হয়েছেন আট জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শামিম মণ্ডল। তাঁর বয়স ২১ বছর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা রোডের দিক থেকে শালবনির দিকে দ্রুতগতিতে ছুটছিল পিকআপ ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায় রাস্তার ধারে। ডুকি এলাকার ৬০নং জাতীয় সড়কে নবনির্মিত কুবাই সেতুর সামনে ঘটে দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শামিমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা ও প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। সুজয় এই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে জানিয়েছেন।