অষ্টমীর রাত। শহর আনন্দে মাতোয়ারা। মেদিনীপুর শহর-সহ আশপাশের পুজো মণ্ডপগুলিতে জনপ্লাবন। কিন্তু তার মধ্যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে দিকে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ। দুর্গাপুজোর অষ্টমীর রাতে বাইক নিয়ে শহর ‘পরিক্রমা’ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার।
শুধু মেদিনীপুর শহরই নয়, পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনের জন্য নিজে বাইক চালিয়ে পেট্রোলিংয়ে বেরোন পুলিশ সুপার। অষ্টমীর রাতে পথে নামেন জেলা পুলিশের অন্য শীর্ষ আধিকারিকেরাও। পুলিশের গাড়ি তো আছেই, বাইক নিয়েও বিভিন্ন এলাকা, বিশেষ করে পুজো মণ্ডপগুলোর আশপাশে টহল দেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জেলা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে মেদিনীপুর শহর এবং খড়্গপুর শহরে বাইকে করে চষে বেড়ান। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার-সহ অন্যান্য পুলিশ আধিকারিকও।
আরও পড়ুন:
এক পুলিশকর্তার কথায়, “জেলার মানুষ যাতে শান্তিতে, নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, সে দিকেই আমাদের নজর। তাই এই সফর।’’ বস্তুত, পুলিশের পক্ষ থেকে সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা রাখা হলেও পুলিশ সুপার নিজে টহলে বেরিয়েছেন দেখে পুলিশকর্মীদের মধ্যে বাড়তি নজরদারি করা এবং সক্রিয়তা দেখা গেল অষ্টমীর রাতে।