হেলমেট ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করতে এ বার পদযাত্রা হল পশ্চিম মেদিনীপুরে। বাইক র্যালিও হয়। ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি শুরু করেছেন। মানুষকে সচেতন করতেই এই পদক্ষেপ।’’
পশ্চিম মেদিনীপুরের উপর দিয়েই চলে গিয়েছে ৬ এবং ৬০ নম্বর জাতীয় সড়ক। আর জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে গেলে হেলমেট ব্যবহার জরুরি বলেও জানান পুলিশ সুপার। এ দিন ওই র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে খড়্গপুরে পৌঁছয়। বিভিন্ন থানার আইসি- ওসি’রাও এই কর্মসূচিতে সামিল হন। ছিলেন অনান্য পুলিশ অফিসারেরাও।
যুবকল্যাণ দফতরের উদ্যোগেও এদিন পদযাত্রা হয়। মেদিনীপুরে পদযাত্রায় পা মেলান জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, জেলা সভাধিপতি উত্তরা সিংহ প্রমুখ। জেলার সবক’টি ব্লকে, পুর- এলাকায় ‘সেভ ড্রাইভ, সেফ লাইফ’- কে সামনে রেখে এদিন সচেতনতা পদযাত্রা হয়েছে। পুলিশের উদ্যোগে বাইক র্যালি হয়েছে দাসপুর, ক্ষীরপাই প্রভৃতি এলাকাতেও।
দেহ উদ্ধার। এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বামুনিয়া গ্রামের এই ঘটনায় মৃতের নাম সুস্মিতা দাস(২১)। তিন মাস আগে নয়াপুট অঞ্চলের বাসিন্দা বিএসএফ কর্মী সুজয় দাসের সঙ্গে সুস্মিতার বিয়ে হয়েছিল। সুজয় বর্তমানে উত্তরবঙ্গে কর্মরত। তিন দিন আগে সুস্মিতা বাবার বাড়িতে আসেন।