Advertisement
E-Paper

রাজকীয় স্নানযাত্রা সেরে এক পক্ষ অন্তরালে যাবেন জগন্নাথ, দিঘায় বুধবার রাতে গজবেশে শেষ দর্শন

বুধবার দিঘার জগন্নাথ মন্দিরেও স্নানযাত্রার আয়োজন হয়েছে। গোটা ব্যবস্থার তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস। তিনি বলেন, ‘‘জগন্নাথ দেবের স্নানযাত্রার সূচনা হবে বুধবার সকাল ৯টায়। ওই সময় এক এক করে মন্দির থেকে বাইরে আসবেন ভগবান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ২০:৩১
Digha Ratha Yatra

দিঘার জগন্নাথ ধাম। —ফাইল চিত্র।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শাস্ত্র মতে প্রায় এক পক্ষের জন্য অন্তরালে যাবেন জগন্নাথ দেব। তার আগে বুধবার শেষবারের মতো ভক্তদের মাঝে ধরা দেবেন তিনি। তাঁর রাজকীয় স্নানযাত্রার জন্য দিঘার জগন্নাথ মন্দিরে তৈরি হয়েছে মণ্ডপ। যেখানে বিশেষ উপচারের মধ্যে দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা হবে। রাতে গজবেশে ভক্তদের সামনে ধরা দেবেন জগন্নাথ। তারপরেই অন্তরালে চলে যাবেন তিনি। বস্তুত, বুধবার শেষ বারের জন্য ভক্তদের দর্শন দেবেন জগন্নাথ। তার পর একে বারে ২৬ জুন মন্দিরের দরজা খুলবে। বুধবার হুগলির মাহেশেও স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। কলকাতার ইসকনের স্নানযাত্রা রয়েছে বুধবার দুপুর সাড়ে ৩টেয়। রবীন্দ্র সরোবরের কাছে নজরুল মঞ্চে অনুষ্ঠানাদি রয়েছে।

পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় তৈরি জগন্নাথ মন্দিরের দ্বারোদ্‌ঘাটন হয়েছে গত অক্ষয় তৃতীয়ার দিন। এ বারই দিঘায় প্রথম বার গড়াবে জগন্নাথদেবের রথের চাকা। পুরীর মতো সমস্ত রীতি মেনে বুধবার জগন্নাথদেবের স্নানযাত্রা হবে। শাস্ত্রমতে এর পর তাঁর জ্বর আসে। সেই কারণে জগন্নাথদেব চলে যান অন্তরালে। এর পর রথযাত্রার আগের দিন পুনরায় আবির্ভূত হন তিনি। তার পরেই রথে চড়ে মাসির বাড়ি রওনা দেবেন তিনি।

বুধবার দিঘার জগন্নাথ মন্দিরেও স্নানযাত্রার আয়োজন হয়েছে। গোটা ব্যবস্থার তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস। তিনি বলেন, ‘‘জগন্নাথ দেবের স্নানযাত্রার সূচনা হবে বুধবার সকাল ৯টায়। ওই সময় এক এক করে মন্দির থেকে বাইরে আসবেন ভগবান। মন্দিরের উত্তরের দরজা থেকে বেরিয়ে অরুণধাম হয়ে পশ্চিম দিকের মাঠে থাকা মণ্ডপে প্রথমে নিয়ে যাওয়া হবে সুদর্শন চক্র। তার পর যাবেন বলরাম, বোন সুভদ্রা এবং সব শেষে জগন্নাথ।’’ তিনি জানান, সকাল সাড়ে ১০টায় রীতি রেওয়াজ শুরু হবে। স্নানযাত্রার সময় বেলা ১১টা। জগন্নাথদেবের স্নান যাত্রার জন্য আগে থেকেই পবিত্র জল তৈরি রাখা থাকছে। সেই জল দিয়ে পঞ্চামৃত তৈরি করে জগন্নাথ দেবের স্নানযাত্রা হবে। বেলা ১২টায় স্নান শেষ করে ভগবান ভোগ দর্শন করবেন। এই পুরো কাজ সম্পন্ন করতে মঙ্গলবার থেকে ইসকনের ২৫ জন সন্ন্যাসী দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হয়েছেন।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার শেষ বার ভক্তদের সামনে ধরা দেবেন জগন্নাথদেব। রাতে তাঁর পোশাক বদল হবে। ওই সময় মন্দিরের ভিতরে গজবেশে দর্শন দেবেন ভগবান। বুধবার ভক্তদের সমাগম বেশি হলে রাতের নির্ধারিত সময়ের পরেও ভগবান দর্শনের জন্য মন্দিরের দ্বার খোলা থাকবে। তবে রাত ৯টা পর্যন্ত জগন্নাথ দর্শনের সুযোগ পাবেন ভক্তেরা। তার পর রথযাত্রার আগের দিন অর্থাৎ ২৬ জুন পুনরায় মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, রথযাত্রায় রাজ্যের প্রতি বাড়িতে জগন্নাথের প্রসাদ পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। কলকাতা থেকে ‘ফ্রিজ়ার ভ্যান’-এ প্রায় ৩০০ কেজি খোয়া পৌঁছেছে দিঘার মন্দিরে। ইসকনের কলকাতা শাখার সহ-সভাপতি রাধারমণ দাসের নেতৃত্বে সন্ন্যাসীরা বিশেষ নাম সংকীর্তন করেন। তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগে স্থানীয় মহিলারা হলুদ কাপড়ে ঢাকা ডালায় খোয়ার বাক্সগুলি মন্দিরে নিয়ে যান। বিগ্রহের সামনে কাঁসার থালায় নিবেদন করে খোয়ার বিশেষ পুজো হয়। প্রসাদী খোয়ার বাক্সে প্রতিটি জেলার নাম সাঁটানো হয়ে গিয়েছে। মূল মন্দিরের ভিতরে গোটা পর্ব তদারক করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সহযোগিতায় ছিলেন দুই অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্য এবং নেহা আগরওয়াল এবং মহকুমাশাসক (কাঁথি) প্রতীকঅশোক ধুমল।

Ratha Yatra Celebration Digha Jagannath Temple Digha Jagannath Mandir rath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy