Advertisement
০৫ মে ২০২৪

হাই মাদ্রাসার ফল প্রকাশ

রাজ্যের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। পূর্ব মেদিনীপুরে আলিম ও ফাজিল মিলিয়ে ১৬টি মাদ্রাসার ৮৯১জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০১:০৬
Share: Save:

রাজ্যের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। পূর্ব মেদিনীপুরে আলিম ও ফাজিল মিলিয়ে ১৬টি মাদ্রাসার ৮৯১জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে ৮২০জন উত্তীর্ণ হয়েছেন বলে জেলার হাই মাদ্রাসার আহ্বায়ক শেখ হাসানুজ্জামান জানিয়েছেন। জেলায় পাশের হার ৯২ শতাংশ। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে এ বারে ৮০ শতাংশেরও বেশি ছাত্রী। জেলার কৃতীদের মধ্যে অন্যতম কাঁথির গিমাগেড়িয়া ওয়েলফেয়ার হাই মাদ্রাসার শেখ আকাশ আলি ৭১১ নম্বর পেয়েছেন। ফাজিল পরীক্ষায় পটাশপুরের খড়ুই মাদ্রাসার শেখ এরশাদ ৭৫০ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে ২০ তম স্থানে রয়েছেন বলে খবর। কাঁথির মাজনা হাই মাদ্রাসার ছাত্রী রঞ্জিতা খাতুন সর্বোচ্চ ৫৪৮ নম্বর পেয়ে জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম স্থানে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madrasa Result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE