ফের পুলিশের বাধার মুখে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। শুক্রবার রামনগরে মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পাঁশকুড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে তাঁর পথ আটকাল পুলিশ। প্রতিবাদে জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি নেতা কর্মীরা। প্রায় দু'ঘণ্টা আটকে থাকার পর ফিরে যান সায়ন্তন।
বুধবার রামনগর-১ ব্লকের অর্জুনি গ্রামে একটি পান বরজে বিজেপির বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে বিজেপি। এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে হাওড়া থেকে রওনা দেন সায়ন্তন বসু। তিনি আসার অনেক আগে থেকেই কোলাঘাটে হলদিয়া মোড়ে ৪১ নম্বর জাতীয় সড়কে পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। কিন্তু সায়ন্তন ওই পথে না গিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ডেবরার দিকে এগোতে থাকেন।
সকাল ১১টা নাগাদ পাঁশকুড়ার রাতুলিয়ায় তাঁর পথ আটকায় পুলিশ। সেথানে ছিলেন তমলুকের এসডিপিও অতীশ বিশ্বাস, সিআই স্বরূপ বসাক, পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র-সহ পুলিশের বিশাল বাহিনী। সায়ন্তনের সঙ্গে অন্য দুটি গাড়িতে ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক ও বিজেপি নেতা সিন্টু সেনাপতি। প্রসঙ্গত, গত ২৬ জুন কাঁথিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কোলাঘাটে হলদিয়া মোড়ে সায়ন্তনের গাড়ি আটকেছিল পুলিশ।