চিকিৎসার জন্য শিশুপুত্রকে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন বারুইপুরের এক দম্পতি। তবে শেষরক্ষা হল না। ট্রেনেই অসুস্থ হয়ে মৃত্যু হল বছর দুয়েকের ওই শিশুর। মাঝপথে ট্রেন থামিয়ে পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।
জানা গিয়েছে, বারুইপুর থানার বেগমপুরের বাসিন্দা আলতাপ আলি মোল্লা তাঁর দু’বছরের ছেলের চিকিৎসার জন্য গত ২৩ অক্টোবর হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেসে উঠেছিলেন। খড়্গপুর পার হতেই ছেলের অসুস্থতার বাড়াবাড়ি হয়। ধীরে ধীরে অচৈতন্য হয়ে পড়ে শিশুটি। খবর দেওয়া হয় রেল পুলিশে। তাদের হস্তক্ষেপে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টে নাগাদ ট্রেনটিকে বেলদা স্টেশনে থামানো হয়। তার পরে বাচ্চাটিকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রেল পুলিশ সূত্রের খবর, মৃত শিশুর নাম সমীর মোল্লা। এর আগে তার একটি অস্ত্রোপচারও হয়েছিল। তার পরবর্তী চিকিৎসা করাতেই বেঙ্গালুরু যাওয়া হচ্ছিল। শুক্রবার পুলিশের সহযোগিতায় সড়কপথে বাড়ি ফেরানো হয় পরিবারটিকে। শিশুটির পরিবারের সঙ্গে এ দিন যোগাযোগ করা যায়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)