একটানা দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে দিঘা। বৃহস্পতিবার সকাল থেকেই ঝলমলে রোদ সৈকত শহরে। প্রশাসনিক নিষেধাজ্ঞার জেরে দিঘায় এখন পর্যটকের ভিড় কম। তবে সকালে মেঘ সরে গিয়ে রোদ উঠতে দেখেই তাঁরা ভিড় জমান সৈকতে। পাশাপাশি পসরা সাজিয়ে বসেন দোকানিরাও।
বুধবার সকাল পর্যন্ত দিঘার আকাশ ছিল স্লেট-রঙা। তবে বিকেলের দিকে রংবদল শুরু হয়। থেমে যায় বৃষ্টি। নীল আকাশ ফুটে উঠতেই সৈকতে ভিড় জমান পর্যটকেরা। বৃহস্পতিবারও একই চিত্র। ভোরে সূর্যোদয় হতেই পর্যটকেরা বুঝে যান, দিঘা হতাশ করবে না। বেলা বাড়তেই হোটেল ছেড়ে সৈকতমুখো হন অনেকে। দিঘার সৈকতে পসরা সাজিয়ে বসেন দোকানিরাও। হকাররা। তবে গত কয়েক দিন প্রশাসনিক নিষেধাজ্ঞার জেরে পর্যটকের আনাগোনায় ব্যাঘাত ঘটেছে অনেকটাই। ফলে বৃহস্পতিবারের দিঘা ছিল বেশ ফাঁকা। দুর্যোগ কাটতেই চেনা মেজাজে পাওয়া গিয়েছে সৈকত শহরকে। প্রশাসনিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পর্যটকরাও দিঘা ভ্রমণের স্বাদ মিটিয়ে নেন চুটিয়ে।
হলদিয়া পুরসভার একাধিক এলাকায় জল জমেছিল বুধবার। বৃহস্পতিবার সেই জল কিছুটা নেমেছে। পুরসভার ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় এখনও জল জমে আছে। ভগবানপুর, এগরা, পটাশপুর এলাকায় জারি রয়েছে জল-যন্ত্রণা।