E-Paper

হুমকি-সংস্কৃতি, বিডিওর বিরুদ্ধে ফের অভিযোগ

পটাশপুর ১-এর যুগ্ম বিডিও রিমা পাত্র ও পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক রামচন্দ্র মাজি গত ১৪ অগস্ট, বৃহস্পতিবার বিকেলে অফিস শেষে বাড়ি চলে গিয়েছিলেন। তাঁরা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ শিবিরের দায়িত্বে রয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ০৮:৪৫
অভিযোগ, নিখোঁজের অভিযোগ করাটা হুমকির সংস্কৃতি অংশ।

অভিযোগ, নিখোঁজের অভিযোগ করাটা হুমকির সংস্কৃতি অংশ। —প্রতীকী চিত্র।

যুগ্ম বিডিও ও পঞ্চায়েত উন্নয়ন আধিকারিকের নিখোঁজ ডায়েরি করে আগেই বিতর্কে জড়িয়েছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ ব্লকের বিডিও। সেই অভিযোগ প্রত্যাহারও করেছেন তিনি। তবে বিতর্ক থাকছে না। এ বার সাংগঠনিক ভাবে বিডিওর বিরুদ্ধে রাজ্য পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সচিবের কাছে চিঠি দেওয়া হল।

পটাশপুর ১-এর যুগ্ম বিডিও রিমা পাত্র ও পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক রামচন্দ্র মাজি গত ১৪ অগস্ট, বৃহস্পতিবার বিকেলে অফিস শেষে বাড়ি চলে গিয়েছিলেন। তাঁরা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ শিবিরের দায়িত্বে রয়েছেন। বিডিওকে না জানিয়ে চলে যাওয়ায় ১৫ অগস্ট ওই দুই আধিকারিকের নামে পটাশপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন বিডিও বিধানচন্দ্র বিশ্বাস। এ নিয়েই তোলপাড় চলছে।শেষে জেলা প্রশাসনের চাপে এক প্রকার বাধ্যহয়ে গত শনিবার বিডিও অভিযোগ প্রত্যাহার করেছেন।

এই ঘটনায় সম্মানহানির অভিযোগে যুগ্ম বিডিও তাঁদের সংগঠনের ওয়টস্যাপ গ্রুপে দীর্ঘ মন্তব্য লিখেছিলেন। সংগঠনকে প্রতিবাদে পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন। ১৮ অগস্ট পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি প্রেস বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিবাদ করেছে। প্রশাসনের অভ্যন্তরে ‘হুমকি সংস্কৃতি’ বদলাতে রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। গত সোমবার ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার অ্যাসোসিয়েশন’-এর তরফে রাজ্য পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সচিবের কাছে চিঠি দিয়ে দাবি করা হয়েছে, ভুল তথ্যে থানায় অভিযোগ করা, চরিত্র হনন ও পরিবারের উপর মানসিক চাপ তৈরি করা হয়েছে।

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, ‘‘সহকর্মী অনুপস্থিত থাকলে ফোন করে তাঁর অবস্থান জানা উচিত ছিল বিডিও-র। সরাসরি থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ করাটা হুমকির সংস্কৃতি অংশ। রাজ্য জুড়ে সরকারি কর্মীরা এই হুমকি সংস্কৃতির শিকার হচ্ছেন।’’ যুগ্ম বিডিও রিমা পাত্র এ দিন ফোন ধরেননি। আর বিডিও বিধানচন্দ্র বিশ্বাসকে ফোন করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সতানিক সরকার বলেন, ‘‘পটাশপুর-১ ব্লকের সব ঘটনা সম্পর্কে আমরা অবগত। ওই যুগ্ম বিডিওর সঙ্গে কথা হয়েছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Patashpur Threat Culture

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy