পূর্ব মেদিনীপুরের এগরায় সমবায় নির্বাচনে একতরফা ভাবে জয়ী হল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্যানেল। বুধবার এগরার শ্যামহরিবাড় চিরুলিয়া সত্যসেবক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল। এগরা ২ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের ওই সমবায় মোট ন’টি আসন রয়েছে। সবগুলি আসনেই জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতাই খুলতে পারেনি বিজেপি সমর্থিত প্যানেল।
এগরার এই সমবায় নির্বাচনের জন্য বুধবার পুলিশি ব্যবস্থাপনাও ছিল বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে। কড়া পুলিশি প্রহরার মধ্যে চলে সমবায় ভোট। বিভিন্ন রাজনৈতিক শিবিরগুলির সূত্রে জানা যায়, এই সমবায়ের মোট ভোটার রয়েছেন ৮৫৩ জন। তার মধ্যে ৭২২টি ভোট পড়েছে। সমবায় নির্বাচনে কোনও রাজনৈতিক দল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে না। তবে বিজেপি এবং তৃণমূল উভয় দলেরই সমর্থিত প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এগরার ওই কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে।
সমবায় ভোটে সাফল্যের পরে তৃণমূলের এগরা ২ ব্লকের সভাপতি রাজকুমার দুয়ারী বলেন, “এই জয় থেকে প্রমাণ হয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। উন্নয়নের সঙ্গে আছে।” আগামী বছরে বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে। তার আগে এই সমবায় ভোটের ফলাফল এগরায় কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
যদিও বিজেপির দাবি, এই নির্বাচনের প্রভাব পড়বে না। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা যুবমোর্চার ইনচার্জ অরূপকুমার দাস বলেন, “সমবায়টি বহুদিন ধরে ওরা (তৃণমূল) দখলে রেখেছে। তাই তাঁরা নিজেদের লোককে বসিয়েছে, নিজেদের নতুন ভোটার তৈরি করেছে। আমরাও চেষ্টা করেছি। সামান্য ব্যবধানে ভোটে হেরেছি।” তাঁর বক্তব্য, এটি কোনও ‘গণভোট’ নয়। আগামী বছরে ‘গণভোট’ হবে। ওই নির্বাচনে কাকে ভোট দিতে হবে, তা জনতা বুঝে গিয়েছে বলে দাবি অরূপের।