সামনে বিধানসভা ভোট। বিরোধী নেতার নিজের জেলায় চূড়ান্ত হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করছে রাজনৈতিক মহল। বিশেষ করে গত বিধানসভায় এখানেই শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিশোধ নেওয়ার বদলে তৃণমূলকে খেলার আগেই দান ছেড়ে দেওয়া খিলাড়ি মনে হচ্ছে বলে অভিযোগ বিজেপির।
কারণ, বিজেপি যেখানে বিধানসভায় জেলায় ১৬ আসন দখলের লক্ষ্য নিয়েছে, সেখানে তৃণমূল দু’টি আসন ছেড়ে দিয়ে মাত্র ১৪টি আসনের জন্য ঝাঁপাচ্ছে বলে খবর। কোন দু’টি আসনে তৃণমূল লড়তে চায় না, সেটা অবশ্য তারা স্পষ্ট করে জানায়নি। কিন্তু বিতর্ক তীব্র হয়েছে। ভোটের আগে কোথাও কারও সঙ্গে বোঝাপড়া হচ্ছে কিনা, উঠেছে সেই প্রশ্নও।
সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস বলছেন,"কে কোন আসনে জিতবেন, তা নিয়ে মোদী আর দিদির মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছে। তাই মুখ ফসকে তৃণমূলের মুখপাত্র ১৬ টার মধ্যে দু’টো আসন বিজেপিকে ছেড়ে দেওয়ার কথা বলে ফেলেছেন। এতে মানুষ কিন্তু বামেদের প্রতি ভরসা ফিরে পাচ্ছেন।’’
গত শুক্রবার খেজুরির এক জলসায় দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় রাজনৈতিক রং লাগার পর জেলার প্রাক-ভোট পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার খেজুরিতে ১২ ঘণ্টার বন্ধ ডাকে বিজেপি। সেখানে মিছিলে হাঁটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ সভায় ঘোষণা করেন, "২০২৬ সালে বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসন মোদীজিকে তুলে দেব।"
সাংবাদিকদের এক সাক্ষাৎকারে শুভেন্দু বলেন,"২০২১ সালে এই জেলা ৪৪ শতাংশ ভোট দিয়েছে নরেন্দ্র মোদীকে। ২০২৪ সালে সেটা ৪৬ শতাংশ হয়েছে, আর ২০২৬ সালের ৫১ শতাংশ হবে। ১৬ টি আসন দেব মোদীজিকে।"
পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী, এর পরই তৃণমূলের তরফে কটাক্ষ এবং প্রতিবাদ হওয়ার কথা। বিশেষ করে বিরোধী দলনেতার নিজের জেলায় তৃণমূল কত বেশি আসনে গেরুয়া শিবিরকে পর্যুদস্ত করতে পারে, সেই পরিসংখ্যানও সাজিয়ে দেওয়ার কথা শাসক দলের। কিন্তু হল উল্টো।
রাজ্য তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ বলে বসেছেন, বিধানসভায় ১৬টির থেকে দু’টি কম, ১৪টি আসনেই শুভেন্দুর জেলায় শাসকদল সন্তুষ্ট থাকতে চায়! তাঁর কথায়, ‘‘পূর্ব মেদিনীপুরের সবাই বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার মুখ্যমন্ত্রী চাই। আমরা সেখানে ১৪টি আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়ে নামছি।’’
জেলা স্তরের কয়েকজন তৃণমূল নেতার কথায়, পূর্ব মেদিনীপুরে যা পরিস্থিতি তাতে তৃণমূলের পক্ষে একটি আসনও নিরাপদ নয়। চোখ বন্ধ করে নন্দীগ্রাম, কাঁথি, খেজুরির মতো ৫-৬ টি আসনে জিততে পারে বিজেপি। কোন দু’টি আসন তৃণমূল ছাড়তে চাইছে, সেই প্রসঙ্গে কুণাল ঘুরিয়ে বলেন,"আমরা লড়াইটা শুরু করছি, কমপক্ষে ১৪ টা আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে। তবে সব আসনেই জেতার চেষ্টা করব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)