পিংলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি। রাস্তার পাশে ছিল চারটি দোকান। সেগুলির উপর পড়ে গিয়ে পড়ে লরিটি। এর ফলে দোকানগুলি প্রায় মাটিতে মিশে গিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার সকালে মাছের খাবার বোঝাই লরিটি মুন্ডুমারি থেকে ময়নার দিকে যাচ্ছিল। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত হাজরা বাগান এলাকায় ঘটে সেই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চারটি দোকানের উপর উল্টে পড়ে লরিটি। দুর্ঘটনার সময় দোকানগুলিতে কেউ ছিলেন না বলে প্রাণহানি এড়ানো গিয়েছে। তবে দোকানগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছোয় পিংলা থানার পুলিশ। লরিটিকে ক্রেনের সাহায্যে সরানোর ব্যবস্থা করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।