Advertisement
০৪ মে ২০২৪

স্তনে সাড়ে চার কেজির টিউমার, সফল অস্ত্রোপচার

সুদীপ্তবাবু বলেন, ‘‘টিউমারটি বিরল প্রজাতিরই। তবে অস্ত্রোপচার সফল হয়েছে। রোগী এবং রোগীর পরিজনেরা খুশি হয়েছেন। এটাই ভাল লাগছে।’’ 

চিকিৎসাধীন: মেদিনীপুর মেডিক্যালে জ্যোৎস্না টুডু। নিজস্ব চিত্র

চিকিৎসাধীন: মেদিনীপুর মেডিক্যালে জ্যোৎস্না টুডু। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০১:৪৬
Share: Save:

জটিল এক অস্ত্রোপচার সফল হল মেদিনীপুর মেডিক্যালে। এক মহিলার ডান স্তন থেকে বের করা হল সাড়ে ৪ কেজি ওজনের টিউমার। মহিলার বয়স ৩৫। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই বয়সে মহিলাদের এমন টিউমার সচরাচর হয় না। মেদিনীপুর মেডিক্যালেও আগে কখনও এমন অস্ত্রোপচার হয়নি। মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডুর কথায়, ‘‘এত বড় আকৃতির স্তন টিউমারের অস্ত্রোপচার সফল হয়েছে। মহিলা ভাল আছেন। এটাই সব থেকে বড় কথা।’’

৩৫ বছর বয়সী ওই মহিলার নাম জ্যোৎস্না টুডু। বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার রাতুলিয়ায়। গত সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এসেছিলেন তিনি। তাঁকে পরীক্ষা করেন চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায়। মেদিনীপুর মেডিক্যালের সহকারী অধ্যাপক, সার্জেন সুদীপ্তবাবুই অস্ত্রোপচার করেছেন। দলে ছিলেন সঞ্জীব সাহা, অনিল সাহা-সহ আরও কয়েকজন চিকিৎসক। সুদীপ্তবাবু বলেন, ‘‘টিউমারটি বিরল প্রজাতিরই। তবে অস্ত্রোপচার সফল হয়েছে। রোগী এবং রোগীর পরিজনেরা খুশি হয়েছেন। এটাই ভাল লাগছে।’’

গত সোমবারই মেদিনীপুর মেডিক্যালে ভর্তি হন জ্যোৎস্না। এরপর প্রয়োজনীয় পরীক্ষাগুলো করা হয়। অ্যানাস্থেসিয়া ফিটনেস করানো হয়। চিকিৎসকেরা ঠিক করেন, বেশি দেরি করবেন না। দ্রুত অস্ত্রোপচার করে স্তন থেকে টিউমার বের করবেন। সেই মতো বুধবার ওই মহিলার অস্ত্রোপচার হবে বলে ঠিক হয়। সেই মত কয়েকজন চিকিৎসক মিলে একটি দল গঠন করে ওই দিনই অস্ত্রোপচার করেন। মহিলার স্তন থেকে টিউমার বের করেন। অস্ত্রোপচারের পরে মহিলাকে রক্ত দিতে হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রোগী এখন বিপদমুক্ত। চিকিৎসকেরা জানাচ্ছেন, এটি মিউসিনাস টিউমার। সাধারণত, ৬০-৭০ বছর বয়সী মহিলার এই টিউমার হয়। সুদীপ্তবাবুর কথায়, “এই প্রজাতির টিউমার, সাড়ে ৪ কেজি ওজনের, তাও আবার ৩৫ বছর বয়সী মহিলার স্তনে, এটা বিরলই। এমন নজির সচরাচর দেখা যায় না।’’ রোগীর পরিজনেরা জানিয়েছেন, হাসপাতালের চিকিৎসকদের আন্তরিকতায় তাঁরা মুগ্ধ। যন্ত্রণা কমায় কিছুটা স্বস্তি পেয়েছেন জ্যোৎস্না। হাসপাতালের সিসিইউ-তে ভর্তি তিনি। সেখানেই বললেন, ‘‘ভাবিনি সুস্থ হব। ডাক্তারবাবুদের অনেক ধন্যবাদ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tumors Woman Medical News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE